ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট

আরও একটি সুখবর দিলেন মেহজাবীন

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৯:৪৫:২১ অপরাহ্ন
আরও একটি সুখবর দিলেন মেহজাবীন
বিনোদন ডেস্ক
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ দেশে এখনও মুক্তি না পেলেও ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটি। এখানেই শেষ হয় নয়, অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শীত হয়। এবার আরও একটি সুখবর দিলেন মেহজাবীন। ‘সাবা’ এবার সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। সিনেমাটি পরিচালক মাকসুদ হোসাইন জানান, বেশ আগেই সুখবরটি পেয়েছিলেন, কিন্তু বলা বারণ ছিল। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাকসুদ বলেন, এটা আমাদের সিনেমার জন্য দারুণ সুখবর। কারণ, এশিয়ার মধ্যে এখন রেড সি চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়োজনও হয় অনেক বড় পরিসরে। সেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে আমাদের ‘সাবা’। এটা আমাদের জন্য সম্মানের। দর্শকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’ উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার মধ্যে রয়েছে ভারতের ‘সুপারবয়েস অব মালেগাঁও’, সুইজারল্যান্ড–পর্তুগালের সিনেমা ‘হানামি’, অস্ট্রিয়ার সিনেমা ‘মুন’, মিসরের সিনেমা ‘স্নো হোয়াইট’, তিউনিসিয়ার সিনেমার ‘রেড পাথ’, ইরানের সিনেমা ‘সিক্স ইন দ্য মর্নিং’, সৌদি আরবের সিনেমা ‘সাইফি’, ইরাকের সিনেমা ‘সংস অব আদম’ ইত্যাদি। ‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ‘দারুণ একটা উৎসবে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করছে। অভিনন্দন পুরো টিম।’ দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন। নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে ‘বেবিমুন’ নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন মাকসুদ। তিনি জানান, আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসবটি। এখানে ১৫টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘সাবা’। উৎসবে তারা অংশগ্রহণ করবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য