ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রাম কাস্টমস

চার মাসে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৭:৫১ অপরাহ্ন
চার মাসে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি
* জুলাই-অক্টোবরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩৯ কোটি ৮৬ লাখ টাকা
* লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৪১৭ কোটি ১৪ লাখ টাকা কম আদায় হয়েছে


চলতি (২০২৪-২৫) অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউজ। তবে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৪১৭ কোটি ১৪ লাখ টাকা কম আদায় হয়েছে গত চার মাসে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) চট্টগ্রাম কাস্টম হাউজে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩৯ কোটি ৮৬ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ২২২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে ২ হাজার ৪১৭ কোটি ১৪ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২২ হাজার ৫৬১ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ একই সময়ে গত বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে এক হাজার ৬৬১ কোটি ৫৫ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে দেশে ডলার সংকট চলছে। এতে অনেক পণ্যের আমদানি কমেছে। তবে চলতি অর্থবছরের শুরু থেকে তা অনেকটা কাটিয়ে ওঠার ফলে পণ্য আমদানি বেড়েছে। চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয়ও গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় বেড়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরের শুরু থেকে দেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে দেশে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে শুরু করেছে। তবে এই রাজনৈতিকর অস্থির সময়ের মধ্যেও দেশে আমদানি-রফতানি কার্যক্রম চলমান। পাশাপাশি এ সময়ে দেশে বন্যায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে সারাদেশে পণ্য পরিবহনে বেগ পোহাতে হয়। যার প্রভাব পড়েছে রাজস্ব আহরণেও। যে কারণে বিগত চার মাসের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। চলতি (২০২৪-২৫) অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের এক-তৃতীয়াংশ সময় (জুলাই-অক্টোবর) শেষে আহরণ হয়েছে ২৪ হাজার ২২২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউজকে আগামী ৮ মাসে আরও ৫৯ হাজার ২০৯ কোটি ২৮ লাখ টাকার রাজস্ব আদায় করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স