ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার

যে কারণে আটকে আছে রাফী-জিতের ‘লায়ন’

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন
যে কারণে আটকে আছে রাফী-জিতের ‘লায়ন’
বিনোদন ডেস্ক
মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন নির্মাতা রায়হান রাফী। এখন রাফীর পরিকল্পনায় নতুন ছবি ‘লায়ন’। যেখানে থাকছেন ওপার বাংলার নায়ক জিৎ! সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে পাওয়া খবর, বাজেটের কারণে নাকি রায়হান রাফী পরিচালিত ছবির কাজ স্থগিত থাকছে! তাহলে কী বাংলাদেশের ছবিতে দেখা যাবে না জিতকে? ছবিটির কাজ শুরু হলেই রায়হান রাফীর ছবিতে প্রথমবারের মতো পা রাখবেন জিৎ। দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘লায়ন’। এদিকে ওপার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে এ খবর ছড়াতেই উৎসবে মাতে তাদের অনুরাগীরা। এও শোনা গেছে, সেই ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা আফরান নিশোর মতো তারকারা। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু, গত কিছুদিন ধরে নতুন গুঞ্জন, সব কিছু নাকি ঠিক নেই! বাজেটের কারণে স্থগিত ‘লায়ন’। তাহলে কি, জিতের বাংলাদেশে আসা হচ্ছে না? সত্যটি জানাতে ভারতীয় গণমাধ্যমে মুখ খোলেন ছবিটির প্রযোজক শ্যামসুন্দর দে। বলেন, ‘একদম বাজে কথা। কেন ছবি বন্ধ হবে? প্রায় রোজ ছবি নিয়ে পরিচালক রায়হানের সঙ্গে কথা হচ্ছে। কথা হচ্ছে জিতের সঙ্গেও।’ তা হলে কেন এ রকম খবর ছড়াল? শ্যামসুন্দরের মতে, ‘ছবির জন্য একটা জাহাজ লাগবে। সেটি জোগাড় করা সময়সাপেক্ষ, ব্যয়সাপেক্ষও। ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে, সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায়। তার জন্যই সময় লাগছে। তাই এ বছর নয়, আগামী বছরের গোড়ায় শুরু ছবির শ্যুটিং। সম্ভবত এই খবর থেকেই ছবি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন রটেছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ছবি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আরও রটেছে, ছবিতে নিশোও থাকছেন না। এরও ভুল ব্যাখ্যা হয়েছে।’ প্রযোজক জানিয়েছেন, প্রথমে ঠিক ছিল আগামী ঈদে ছবি মুক্তি পাবে। সেই অনুযায়ী শ্যুটিংয়ের যে সময় ঠিক করা হয়েছিল সেই সময় নিশোকে পাওয়া যাচ্ছিল না। কারণ, তার ছবিও ঈদে মুক্তি পাচ্ছে। নিশো ইচ্ছুক নন বলে ছবিতে রাজি হননি, এমন নয়। বরং অভিনয়ের তালিকায় যোগ হতে পারে আরও একটি নাম। তিনি শরিফুল রাজ। দুই বাংলার প্রযোজক এবং পরিচালক তিন অভিনেতাকে বেছেছেন- চঞ্চল, নিশো, রাজ। যার দেওয়া সময়ের সঙ্গে শ্যুটিংয়ের সময় মিলবে তাকে এই ছবিতে দেখা যাবে। তবে এখনও নায়িকা নির্বাচন হয়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ