ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

পথের পাঁচালী সিনেমার সেই দুর্গা আর নেই

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৯:৩৪:৩৫ অপরাহ্ন
পথের পাঁচালী সিনেমার সেই দুর্গা আর নেই
বিনোদন ডেস্ক
সত্যজিৎ রায় নির্মিত ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘দুর্গা’ চরিত্র রূপায়নকারী উমা দাশগুপ্ত মারা গেছেন। গত সোমবার সকাল ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিধায়ক-পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদমাধ্যম। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন উমা দাশগুপ্ত। ক্যানসার মুক্তও হয়েছিলেন। সম্প্রতি ফের ক্যানসারে আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মারা যান এই অভিনেত্রী। উমা দাশগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী একই ভবনে বসবাস করেন। এ তথ্য উল্লেখ করে চিরঞ্জিৎ বলেন, ‘সকালে উনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তার।’ ১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমায় ‘অপুর’ দিদি ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত। কিশোরী বয়েসের সেই চরিত্র পর্দায় জীবন্ত করেছিলেন তিনি। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে একটি সিনেমায় অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি কুড়ান উমা। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। এ বিষয়ে কথা বলতে সংবাদমাধ্যমটি যোগাযোগ করে সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে। উমা দাশগুপ্তর সঙ্গে তার কোনো স্মৃতি আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তখন শিশু। ফলে সেভাবে কোনো স্মৃতিই আর নেই। উমাদির বয়স তখন মাত্র ১৪ বছর। পরে আর অভিনয় করেননি। ফলে উনার সঙ্গে আমাদের আর যোগাযোগ ছিল না।’ শৈশব থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। সেই শিক্ষকের সুবাদেই সত্যজিৎ আবিষ্কার করেছিলেন ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। তবে উমা দাশগুপ্তর বাবা চাননি মেয়ে রুপালি জগতে পা রাখুক, পরে সত্যজিৎ রায় নিজেই পরিবারকে রাজি করান। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমা। ১৯২০ থেকে ২০১০; মোট দশ দশকের সেরা সিনেমা বাছাই করে টাইম। এতে পঞ্চাশের দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে জায়গা পায় ‘পথের পাঁচালী’। এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস ‘পথের পাঁচালী’। এ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় একই নামে নির্মাণ করেন সিনেমা। এতে অভিনয় করেছিলেন— কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত, উমা দাশগুপ্ত, চুনীবালা দেবী, তুলসী চক্রবর্তী প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ