ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

অবশেষে প্রকাশ পেলো রোনালদোর ঝড় তোলা অতিথির নাম

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৭:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৭:৪৫:৪৩ অপরাহ্ন
অবশেষে প্রকাশ পেলো রোনালদোর ঝড় তোলা অতিথির নাম
স্পোর্টস ডেস্ক
বেশ একটা সময় ধরেই ইন্টারনেট দুনিয়াকে ব্যস্ত রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে তার কীর্তি নিয়ে তর্ক-বিতর্ক আর আলোচনা তো চলছে নিয়মিত। তবে এসবের বাইরে গিয়েও রোনালদো এখন ইউটিউবার। ফুটবলের পাশাপাশি সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মে সরব তিনি। সেখানেই ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথিকে নিজের চ্যানেলে আনার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ফুটবলার। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ইউটিউব চ্যানেলে কে অতিথি হয়ে আসছেন– তা নিয়ে জল্পনাকল্পনা ছিল বিস্তর। রোনালদোর জনপ্রিয়তা নিয়ে সংশয় নেই। ইউটিউব চ্যানেলে বিশেষ অতিথি আগমন নিয়ে তাই অনেক প্রশ্নই ঘুরছিল ভক্তদের মাঝে। তবে তাতে সবচেয়ে বেশি উচ্চারিত হয় লিওনেল মেসির নাম । সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সকলে। কিন্তু অবশেষে ইন্টারনেট দুনিয়াকে যেন কিছুটা হতাশই করেছেন রোনালদো। তার নতুন অতিথি যে লিওনেল মেসি নন। তবে যিনি আসছেন, তিনিও ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার। ইউর ক্রিস্টিয়ানো চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি। ইউটিউবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারো নেই। উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য