ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানান,   সকালে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন– বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা কমপক্ষে ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বসুন্ধরা পেপার মিল ইউনিট-১-এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম বলেন, ‘কারখানার ভেতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস পূর্ণ করার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভায়। এতে ১০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুজন হালদার বলেন, ‘কারখানার প্রত্যেক লাইনে ১০ জন শ্রমিক কাজ করতেন। মেশিন ওভার হিট হয়ে ওই লাইনের সবাই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন কারখানার নিজস্ব কর্মীরা।’
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। তাদের মধ্যে তিন জনে অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, গতকাল সকালে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ সাত জনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ওই তিন জনকে ভর্তি কার হয়েছে। বাকি চার জন পর্যবেক্ষণে রয়েছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ