ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:১৪:২৯ পূর্বাহ্ন
মিরপুর ও সোনারগাঁয়ে বিস্ফোরণে দগ্ধ ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানান,   সকালে সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন– বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা কমপক্ষে ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
বসুন্ধরা পেপার মিল ইউনিট-১-এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম বলেন, ‘কারখানার ভেতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস পূর্ণ করার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। আমাদের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভায়। এতে ১০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুজন হালদার বলেন, ‘কারখানার প্রত্যেক লাইনে ১০ জন শ্রমিক কাজ করতেন। মেশিন ওভার হিট হয়ে ওই লাইনের সবাই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন কারখানার নিজস্ব কর্মীরা।’
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। তাদের মধ্যে তিন জনে অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, গতকাল সকালে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ সাত জনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ওই তিন জনকে ভর্তি কার হয়েছে। বাকি চার জন পর্যবেক্ষণে রয়েছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স