ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলো ভারত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৩৭:৫৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলো ভারত
স্পোর্টস ডেস্ক
রেকর্ড জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী ভারত। পার্থে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন গতকাল সোমবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় ভারতের। আগেরটি ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জিতেছিলো ভারত। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান বিবেচনায় এটি দ্বিতীয় বড় জয় ভারতের। ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানের জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। এশিয়ার বাইরে দ্বিতীয় বড় জয়ের দেখা পেয়েছে ভারত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩১৮ রানের সবচেয়ে বড় জয়ের রেকর্ড আছে টিম ইন্ডিয়ার। ভারতের ছুঁড়ে দেওয়া ৫৩৪ রানের জবাবে ২৩৮ রানে অলআউট হয়ে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারত ১৫০ ও অস্ট্রেলিয়া ১০৪ রান করেছিলো। প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পেয়েছিলো টিম ইন্ডিয়া। এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দশম টেস্ট জিতলো ভারত। ৫৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের তোপে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১২ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে নিয়ে আরও ৫২২ রান প্রয়োজন ছিলো অসিদের। চতুর্থ দিনের সপ্তম বলে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ৪ রানে বিদায় দেন সিরাজ। স্টিভেন স্মিথকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন ট্রাভিস হেড। জুটিতে ৬২ রানের বেশি তুলতে পারেননি তারা। স্মিথকে ১৭ রানে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন সিরাজ। ৭৯ রানে পঞ্চম উইকেট পতনের পর মিচেল মার্শকে নিয়ে ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হেড। ওয়ানডে মেজাজে খেলে ৮৭ বলে ৮২ রান তুলেন তারা। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা হেডকে থামিয়ে ভারতের জয়ের পথ সহজ করে ফেলেন অধিনায়ক বুমরাহ। ৮টি চারে ১০১ বলে ৮৯ রান করেন হেড। হেড ফেরার পর সাজঘরের পথ ধরেন মার্শও। ভারতের অভিষিক্ত পেসার নিতিশ কুমার রেড্ডির শিকারের আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন তিনি। ১৮২ রানের মধ্যে হেড ও মার্শ ফেরার পর বেশিক্ষণ লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৩৮ রানে গুটিয়ে যায় তারা। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ৩৬ ও মিচেল স্টার্কের ১২ রানে হারের ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। পার্থের এই ভেন্যুতে এই প্রথম টেস্ট ম্যাচ হারলো অস্ট্রেলিয়া। এর আগে পার্থে চার টেস্ট খেলে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো অসিরা। পঞ্চম লড়াইয়ে এসে প্রথম হার বরণ করলো স্বাগতিকরা। বোলিংয়ে এই ইনিংসে সমান ৩টি করে উইকেট নেন বুমরাহ ও সিরাজ। ২ উইকেট শিকার করেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ম্যাচে ৭২ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বুমরাহ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। এই জয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ভারত। ১৫ ম্যাচে ৬১.১১ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার। ১৩ ম্যাচে ৫৭.৬৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য