ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবেন যুক্তরাজ্যের একজন জ্যৈষ্ঠ মন্ত্রী। গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন। যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বও পালন করেন। আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ম্যাকফাডেন। যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো ‘গোপন যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ম্যাকফাডেন। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে হতে যাওয়া ন্যাটো সাইবার প্রতিরক্ষা সম্মেলনের বক্তৃতায় রাশিয়ার সাইবার হামলা নিয়ে আরও কথা বলবেন ম্যাকফাডেন। সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি। রাশিয়ার এই হুঁশিয়ারিকে ‘আক্রমণাত্মক ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন ম্যাকফাডেন। ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে  ইউক্রেনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার-আক্রমণ চালানো হয়েছে। যার জন্য কয়েকটি রাশিয়াপন্থি হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স