ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৫৩:৫৮ অপরাহ্ন
যুক্তরাজ্যের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালাতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনের প্রতি সমর্থন দুর্বল করতে যুক্তরাজ্য এবং তাদের মিত্র দেশগুলোর উপর সাইবার হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। এ বিষয়ে আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বৈঠকে সতর্কবার্তা দেবেন যুক্তরাজ্যের একজন জ্যৈষ্ঠ মন্ত্রী। গত রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে হতে যাওয়া ন্যাটো বৈঠকে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে সতর্ক করবেন ল্যাঙ্কাস্টারের ডাচির চ্যান্সেলর প্যাট ম্যাকফ্যাডেন। যিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বও পালন করেন। আসন্ন বৈঠকে যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়ার সম্ভাব্য হামলা এবং হামলাকে ছোট করে না দেখতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন ম্যাকফাডেন। যুক্তরাজ্যের এনার্জি অবকাঠামোতে হামলা চালালে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর আগেও সাইবার হামলা নিয়ে কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সর্বশেষ এই হুঁশিয়ারিকে ইউক্রেনের বিরুদ্ধে চালানো ‘গোপন যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ম্যাকফাডেন। আগামী সপ্তাহে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে হতে যাওয়া ন্যাটো সাইবার প্রতিরক্ষা সম্মেলনের বক্তৃতায় রাশিয়ার সাইবার হামলা নিয়ে আরও কথা বলবেন ম্যাকফাডেন। সাইবার যুদ্ধ যুক্তরাজ্যকে অস্থিতিশীল এবং দুর্বল করতে পারে বলেও সতর্ক করবেন তিনি। রাশিয়ার এই হুঁশিয়ারিকে ‘আক্রমণাত্মক ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন ম্যাকফাডেন। ম্যাকফ্যাডেন যুক্তরাজ্যের পাওয়ার গ্রিড বন্ধ করার মধ্য দিয়ে লাখ লাখ মানুষকে অন্ধকারে ঠেলে দেয়ার রাশিয়ার সক্ষমতার বিষয়ে জোর দেবেন বলেও প্রতিবেদনে বলা হয়। সেপ্টেম্বরে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর একটি যৌথ প্রতিরক্ষা ব্রিফিংয়ে  ইউক্রেনকে সহায়তা করার প্রচেষ্টা ব্যাহত করার জন্য বেশ কয়েকটি পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ আনা হয়েছিল রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া যুক্তরাজ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সাইবার-আক্রমণ চালানো হয়েছে। যার জন্য কয়েকটি রাশিয়াপন্থি হ্যাকিং গ্রুপকে দায়ী করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ