ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’-ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:২৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:২৯:৫৭ পূর্বাহ্ন
মামলা না নিলে ওসি ‘সাসপেন্ড’-ডিএমপি কমিশনার
এজাহার হিসেবে গ্রহণ করার মত বিষয় হওয়ার পরও মামলা না নিলে থানার ওসিদের ‘এক মিনিটে সাসপেন্ড’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগরের পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-মালিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন।
ঢাকা মহানগরে ব্যাটারির রিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়ক অবরোধ এবং এর জেরে পুলিশি ‘হয়রানির নানা বিষয় ডিএমপি কমিশনারের সামনে তুলে ধরেন চালক-মালিকরা।
রিকশাচালকরা সড়কে উঠলে ‘পুলিশের হাতে মারধর’ এবং রিকশার ব্যাটারি খুলে নিলামে বিক্রি করে দেওয়াসহ নানা বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া ওই বৈঠকে ডিএমপি কমিশনার প্রত্যেকের কথা শোনেন এবং উচ্চ আদালতে রিকশাচালকদের পক্ষে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৯ নভেম্বর হাই কোর্ট ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়।
এরপর প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। কয়েক জয়েগায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
এই প্রেক্ষাপটে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রিকশা চালক-মালিকদের সঙ্গে বৈঠকে একজন চালক ডিএমপি কমিশনারকে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন ‘মারধর’ করা হয়।
এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।
চাঁদাবাজি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে ‘গত ৫০ বছরেও চাঁদাবাজি বন্ধ করা যায়নি’ মন্তব্য করে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়।
যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজি বন্ধে কমিটি করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ