ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরও সংকটে- রিজভী অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠন করুন চাপ সামাল দিতে পরিবহন সক্ষমতা বাড়াচ্ছে বেবিচক রমনা বটমূলে বোমা হামলা হাইকোর্টের রায় ৮ মে ৩০০ শিক্ষক ও গবেষককে সম্মাননা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার পরামর্শ এফবিসিসিআইয়ের দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত-মির্জা ফখরুল যুদ্ধের দোরগোড়ায় পাকিস্তান-ভারত প্রস্তুতি থাকতে হবে যুদ্ধের রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই এমন সংস্কার সুপারিশ ইসির রাজধানীতে পর পর তিনদিনে ৪ সমাবেশ আজ মহান মে দিবস রণতরী থেকে সমুদ্রে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ৮১০ কোটির বিমান পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা-কল্পনা দাম আড়াই হাজার কোটির বেশি ইয়েমেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামরিক অভিযানের সবুজ সংকেত মোদির

আবারও গল্প লিখে ফাইনালে রেয়াল

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৪ ০৯:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৪ ০৯:১৫:৫০ অপরাহ্ন
আবারও গল্প লিখে ফাইনালে রেয়াল আবারও গল্প লিখে ফাইনালে রেয়াল
স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষের আক্রমণের ঢেউয়ে ভেসে যাওয়ার জোগাড় হলো বায়ার্ন মিউনিখেরতবে দিক হারাল না তারা, শান্ত থেকে ঘর সামলাতে থাকলদ্বিতীয়ার্ধে জেগেও উঠল, শুরু করল পাল্টা আক্রমণআলফুঁস ডেভিসের অসাধারণ গোলে জাগাল দুর্দান্ত এক জয়ের সম্ভাবনাতখনই অমার্জনীয় এক ভুল করে বসলেন শত পরীক্ষায় বিজয়ী মানুয়েল নয়ারএরপর রেয়াল মাদ্রিদকে আর ঠেকায় কে? আড়াল ফুঁড়ে বেরিয়ে আসা হোসেলুর হাত ধরে আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দলসান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতেছে রেয়াল, তাদের দুটি গোলই করেন বদলি ফরোয়ার্ড হোসেলুদুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-৩ গোলেপ্রথম লেগ হয়েছিল ২-২ ড্রপুরো ম্যাচে বল দখলে আধিপত্য করা রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা আক্রমণেও ছড়ি ঘোরায়গোলের উদ্দেশ্যে তাদের ১৯টি শটের মধ্যে সাতটি ছিল লক্ষ্যেআর বায়ার্ন আট শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি।   আক্রমণাত্মক রেয়াল, কিছুটা রক্ষণাত্মক বায়ার্ন-শুরুর চিত্র ছিল এমনইষষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় স্বাগতিকরা; তবে দানি কারভাহালের গোলমুখে বাড়ানো বলে প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি কেউপরের মিনিটে পাল্টা আক্রমণে অন্যপাশে ভীতি ছড়ায় বায়ার্ন, তবে সের্গে জিনাব্রির দূরের পোস্টে বাড়ানো বলে শট নেওয়ার মতো কেউ ছিলেন নাত্রয়োদশ মিনিটে মুহূর্তের ব্যবধানে দুবার হতাশায় পুড়তে হয় রেয়ালকেপ্রথমবার ভিনিসিউস জুনিয়রের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্ট এড়াতে পারেনিফিরতি বল ছয় গজ বক্সে পেয়ে শট নেন রদ্রিগো, এবার দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন নয়ার২৩তম মিনিটে সতীর্থের পাস ধরে একজনকে কাটিয়ে ডান দিক দিয়ে আক্রমণ শাণান রদ্রিগোবাইলাইনের কাছ থেকে ডি-বক্সের মাঝে খুঁজে নেন স্বদেশি ফরোয়ার্ডকে; কিন্তু ভিনিসিউস বল নিয়ন্ত্রণেই নিতে পারেননিপ্রতিপক্ষের প্রবল চাপে সেভাবে আক্রমণেই উঠতে পারছিল না বায়ার্নপ্রথম ২০ মিনিটে রেয়াল যেখানে গোলের জন্য চারটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে, সেখানে বায়ার্ন এই সময়ে পারেনি কোনো শট নিতেইকঠিন এই অবস্থার মধ্যেই ২৬তম মিনিটে বড় একটা ধাক্কা খায় বায়ার্নচোট পেয়ে মাঠ ছাড়েন জার্মান ফরোয়ার্ড সের্গে জিনাব্রিবদলি নামেন ডেভিস২৮তম মিনিটে প্রথম শটেই গোল পেতে পারতো সফরকারীরাবক্সের বাইরে থেকে জোরাল নিচু ভলি করেন হ্যারি কেইন, ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠান আন্দ্রি লুনিন৪০তম মিনিটে আবারও নয়ারের নৈপুণ্যে বেঁচে যায় বায়ার্নবক্সের বাঁ দিক থেকে ভিনিসিউসের বাঁকানো শটে বল সবাইকে ফাঁকি দিয়ে লক্ষ্যেই ছিল, শেষমুহূর্তে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জার্মান গোলরক্ষকবিরতির পর খেলা শুরু হতেই আক্রমণে রেয়ালবাঁ দিক দিয়ে ভিনিসিউস বক্সে ঢুকে ছয় গজ বক্সের মুখে ফেদে ভালভেরদের উদ্দেশ্যে বল বাড়ালেন, তার আগেই প্রতিহত করলেন এরিক ডায়ারপরের মিনিটে বিপদে পড়তে পারতো রেয়াল, পাল্টা আক্রমণে ডেভিসের শটে কারভাহালের পায়ে লেগে বল উঁচু হয়ে ক্রসবার ঘেঁষে উপরের জালে পড়েপ্রথম ৪৫ মিনিটে রেয়াল আক্রমণে একচেটিয়া আধিপত্য করলেও, দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্রসমানতালে আক্রমণ হতে থাকে দুই পাশেই৫৩তম মিনিটে কেইনের আরেকটি প্রচেষ্টা ঝাঁপিয়ে রুখে দেন লুনিনদুই মিনিট পর ভিনিসিউসের পাস গোলমুখে পেয়ে ফ্লিক করেন রদ্রিগো, দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বলখানিক বাদে দারুণ দুই সেভ করে জাল অক্ষত রাখেন নয়ার৫৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে রদ্রিগোর রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে নেওয়া ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষকপরের মিনিটে তিনি ভিনিসিউসের জোরাল শট অসাধারণ ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে রুখে দেন৬৬তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করে বায়ার্নবক্সে কারভাহালকে কাটিয়ে জোরাল শট নেন জামাল মুসিয়ালা, দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন লুনিনএর দুই মিনিট পরই রেয়ালকে স্তব্ধ করে দেয় জার্মান দলটিপাল্টা আক্রমণে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডেভিস, আন্টোনিও রুডিগারকে কাটিয়ে জায়গা বানানবাধা দিতে ছুটে আসেন কারভাহাল, দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে জোরাল কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কানাডার ফরোয়ার্ড ডেভিসইউরোপ সেরার মঞ্চে এটাই ডেভিসের প্রথম গোলপিছিয়ে পড়ার পরপরই একসঙ্গে দুটি পরিবর্তন করেন রেয়াল কোচ; টনি ক্রুসের বদলি লুকা মদ্রিচ এবং অহেলিয়া চুয়ামেনির জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে নামানকিছুক্ষণের মধ্যেই একটি কর্নারের ফলশ্রুতিতে জালে বল পাঠিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছিল রেয়ালতবে বল জালে যাওয়ার আগ মুহূর্তে জসুয়া কিমিখকে মুখে ধরে নাচো ফের্নান্দেস ফেলে দেওয়ায় স্বাগতিকদের উল্লাস থেমে যায়, ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি৭৬তম মিনিটে ব্যবধান বাড়তেও পারতো; তবে কেইনের বাঁ পায়ের জোরাল শট পাশের জাল কাঁপায়খানিক বাদে আবারও দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় রেয়ালনির্ধারিত সময় শেষ হতে যখন আর মাত্র মিনিট দুয়েক বাকি, তখনই অবিশ্বাস্য ভুলটি করে বসেন তারকা গোলরক্ষক নয়ারভিনিসিউসের সোজাসুজি দুর্বল শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান তিনি, আর ছুটে এসে আলগা বল জালে পাঠিয়ে দেন ৮১তম মিনিটে ভালভেরদের বদলি নামা হোসেুলযোগ করা সময়ের প্রথম মিনিটেই দলকে জয়ের সুবাস পাইয়ে দেন মৌসুমের শুরুতে এস্পানিওল থেকে ধারে বের্নাবেউয়ে পাড়ি জমানো হোসেলুবাঁ দিক থেকে রুডিগারের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল দারুণ এক টোকায় জালে পাঠান স্প্যানিশ স্ট্রাইকারউল্লাসে ফেটে পড়ে পুরো বের্নাবেউএরপরও বায়ার্নের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় অবশ্য ছিল, যোগ করা সময় ৯ মিনিট দিলেও নানা বিঘ্নতায় শেষ পর্যন্ত ঘড়ির কাঁটায় ১৫ মিনিটে গিয়ে ঠেকেকিন্তু বায়ার্ন আর পারেনি ঘুরে দাঁড়াতেচ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রেকর্ড ১৫তম শিরোপার লক্ষ্যে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদআগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে হবে ফাইনাল
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য