ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গান নিয়ে হতাশ দর্শকরা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৯:৩২:০৭ অপরাহ্ন
‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গান নিয়ে হতাশ দর্শকরা
বিনোদন ডেস্ক
আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটির আইটেম গান নিয়ে নাটকীয়তা কম হয়নি। সর্বশেষ গানটিতে আইটেম কন্যা হয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা। কিছু দিন আগে গানটিতে শ্রীলীলার ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। তারপর দর্শকদের আগ্রহের পারদ আরো চড়তে থাকে। গত রোববার রাতে ‘কিসসিক’ শিরোনামের আইটেম গানটির লিরিক্যাল ভিডিও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তামিল, তেলেগু ও হিন্দি ভার্সন প্রকাশ করেছেন নির্মাতারা। লিরিক্যাল ভিডিওতে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক। কিন্তু সামান্থার মতো প্রত্যাশা পূরণ করতে পারেননি শ্রীলীলা। পাশাপাশি গানের কথা ও সুর অনেকেরই মন স্পর্শ করেনি। আইটেম গানটির তেলেগু ভার্সন দেখে একজন লেখেন, ‘‘শ্রীলীলা আগুন। আর সামান্থা দাবানল।’’ আরেকজন লেখেন, ‘‘সত্যি বলছি, এটি খুবই বিরক্তিকর। সামান্থার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ সর্বকালের সেরা।’’ হিন্দি ভার্সন দেখে একজন লেখেন, ‘‘পুষ্পা’’ অ্যালবামকে কখনো অতিক্রম করতে পারবে না ‘পুষ্পা টু’ অ্যালবাম।’’ আরেকজন লেখেন, ‘‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানের সঙ্গে এটা তুলনাই করা যায় না।’’ কেউ কেউ বলছেন, ‘‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি ছিল ইন্টারন্যাশনাল, এটা ন্যাশনাল।’’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছিল। ‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দেন সামান্থা। এ অভিনেত্রী প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় ছিলেন— মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, শ্রীলীলা। সর্বশেষ গানটিতে পারফর্ম করেন ২৩ বছর বয়সি শ্রীলীলা। প্রথম পার্টের মতো ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। সুকুমার পরিচালিত এ সিনেমা আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য