ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
৪ বছর আগের বকেয়া বেতনের দাবি

শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১০:০৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১০:০৯:১১ পূর্বাহ্ন
শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে অবস্থান নেন তারা। দুপুর ১টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন। শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজটে পড়েছে যাত্রী ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, বেপজা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ নভেম্বরই পাওনাদি পরিশোধ করতে হবে। শ্রমিকরা ঢাকা ইপিজেডের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলবেন না। বেপজা চেয়ারম্যান উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর সব পাওনা পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত হবে। শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী কোনো ধরনের পাওনা পরিশোধ না করেই লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের চার বছর পেরিয়ে গেলেও প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। পাওনা পরিশোধের দিন বার বার ধার্য করেও কথা রাখেনি বেপজা কর্তৃপক্ষ। শ্রমিকদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। বিক্ষোভ থেকে মোহাম্মদ আলী নামের এক শ্রমিক বলেন, আমি লেনী অ্যাপারেলস লিমিটেডে কাজ করতাম। কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে করে প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিককে ফেলা হয় অনিশ্চয়তায়। তিনি বলেন, এক মাসের বেতনসহ বিভিন্ন পাওনা মিলিয়ে আমি প্রায় ৪৪ হাজার টাকা পাব। চার বছর অতিবাহিত হলেও সেই টাকা আজও আমরা পাইনি। আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে। এমন তারিখ অসংখ্যবার দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। আগামী ৩০ নভেম্বরও পাওনা পরিশোধ করা হবে না- এমন ধারণা থেকেই শ্রমিকেরা সড়কে নেমেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনাদি রয়েছে। সেই পাওনা পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, নানা সংকটের মুখে ২০২১ সালে ডিইপিজেডের কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কারখানা শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা পরিশোধ করা হয়নি। ৪ বছরেও পাওনা পরিশোধ না করায় শ্রমিকেরা সড়কে নেমেছেন। ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে কথা বলবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ