ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ০২:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ০২:২৯:০৯ অপরাহ্ন
বিদিশা সিদ্দিক
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের দুটি মাইক্রোবাস ব্যবহার করতেন তার স্ত্রী বিদিশা সিদ্দিক এবং ছেলে শাহাতা জারাব এরশাদ (এরিক)এই ট্রাস্টের দুটি গাড়ি এরিকের ব্যক্তিগত সহকারী ও বিদিশা সিদ্দিকের গাড়িচালক মোর্শেদ আত্মসাৎ করেনএ ঘটনায় চালক মোর্শেদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন বিদিশামামলার পর মোর্শেদকে গ্রেপ্তার করা হয়এরপর পুলিশ আত্মসাৎ হওয়া দুটি মাইক্রোবাস উদ্ধার করেউদ্ধার হওয়া মাইক্রোবাস দুটি নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন বিদিশা সিদ্দিকমামলার এজাহার থেকে জানা গেছে, শাহাতা জারাব এরশাদ এরিকের দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেলমাঝে-মধ্যে তিনি বিদিশা সিদ্দিকের গাড়িও চালাতেন২০২৩ সালের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা দামের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান তিনিগাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন, জানতে চাইলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেনগাড়ি কোথায় আছে জিজ্ঞেস করলে কখনো তার বসুন্ধরার বাসার নিচে রেখেছেন, কোনো সময় উত্তরায় রেখেছেন বলে জানানমামলায় বিদিশা সম্পূরক এজাহার দায়ের করেনতিনি সম্পূরক এজাহারে উল্লেখ করেন, মোর্শেদ মঞ্জুর (রুবেল) আমার কর্মচারী থাকা অবস্থায় গত আগস্ট/২০২৩ তারিখ থেকে বিভিন্ন তারিখ ও সময় আমার ঠিকানার বাসা থেকে আমার ১৬টি চেক, আমার স্বাক্ষরিত বিভিন্ন ডকুমেন্ট ও আমার স্বামী প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের মালিকানাধীন দুটি মাইক্রোবাস তার নিকট রয়েছেতিনি আমাকে ও আমার পরিবারকে অর্থনৈতিক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার কর্মচারী থাকাকালীন আমার বিশ্বাস অর্জন করে আমার সরলতার সুযোগ নিয়ে আমার বিশ্বাস ভঙ্গ করে ১৬টি চেক, আমার স্বাক্ষরিত বিভিন্ন ডকুমেন্ট ও ২টি গাড়ি আত্মসাৎ করেছেনউল্লিখিত বিষয়ে সম্পূরক এজাহার গ্রহণপূর্বক পূর্ববর্তী এজাহারের সঙ্গে সংযুক্ত করতে মর্জি হয়মামলার এজহারে বিদিশা আরও উল্লেখ করেন, বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে ২৪ মার্চ চব্বিশ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন তিনি গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছেন বলে জানানতার এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, তিনি তার গাড়ি আত্মসাৎ করেছেনপরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুরমাইক্রোবাস ও চেক আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা করেনমামলায় আসামি করা হয় মোর্শেদকেমামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশএরপর গত ২২ এপ্রিল তাকে আদালতে হাজির করা হয়মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক হাফিজুর রহমানশুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন২৪ এপ্রিল দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশএরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেনরিমান্ডে নেওয়ার পর চালক মোর্শেদ আত্মসাৎ করা মাইক্রোবাস ও চেকের বিষয় তথ্য দেনতার দেওয়া তথ্যমতে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান দুটি মাইক্রোবাস ও চেক উদ্ধার করেনএরপর তিনি মূল জব্দতালিকায় আলামতগুলো ডকেট হিসেবে সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করেনআবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার এজাহারনামীয় আসামির দেওয়া তথ্যমতে, অত্র মামলা সংক্রান্তে আত্মসাৎকৃত আলামত গত ২৩ এপ্রিল বাদীনির প্রয়াত স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের মালিকানাধীন একটি সাদা রঙের নোহা, সিলভার রঙের সুপার জিএল, বাদীনির বিভিন্ন ব্যাংকের মোট ১৬টি চেকের পাতা এবং বাদীনির স্বাক্ষরিত বিভিন্ন ডকুমেন্ট উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়গত ২ মে উদ্ধার হওয়া গাড়ি দুটি ফেরত পাওয়ার জন্য একটি আবেদন করেছেন বিদিশা সিদ্দিকআদালত বিআরটিএকে দশদিনের মধ্যে মালিকানা যাচাইপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেনএদিন বিদিশা সিদ্দিক ও এরিক আদালতে উপস্থিত হয়েছিলেনআবেদনে বলা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদের মালিকানাধীন দুটি গাড়ি বিদিশা সিদ্দিক প্রাপ্ত হয়ে ভোগ ও ব্যবহার করে আসছেনগাড়ি দুটি আসামির কাছ থেকে উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়যেহেতু গাড়ি ২টি মূল্যবান, তাই থানা হেফাজতে অযত্নে অবহেলায় ক্ষতিগ্রস্ত হবেতাই বিদিশাকে গাড়ি দুটি দরখাস্তকারীর জিম্মায় প্রদানের আদেশ প্রদান করা একান্ত আবশ্যকবিদিশা সিদ্দিকের পক্ষে আবেদনটি করেন তার আইনজীবী আতিকুর রহমানএ বিষয়ে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বলেন, বিদিশা সিদ্দিক জব্দ হওয়া গাড়ি দুটি নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেনআদালত বিআরটিএকে মালিকানা যাচাইপূর্বক দশদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেনমামলার বাদী বিদিশা সিদ্দিক বলেন, আমার স্বামী প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের মালিকানাধীন দুটি গাড়ি ও আমার ১৬টি চেক আত্মসাৎ করায় চালক মোর্শেদের বিরুদ্ধে মামলা করেছিআমি ন্যায়বিচার চাইবিদিশার আইনজীবী আতিকুর রহমান বলেন, মামলার পর গ্রেপ্তার হয়ে চালক মোর্শেদ কারাগারে আটক রয়েছেনতিনি হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের মালিকানাধীন দুটি গাড়ি আত্মসাৎ করেছেনএ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীনআদালতে বাদী গাড়ি জিম্মার আবেদন করেছেনআদালত বিআরটিএকে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বলেছেনআমরা প্রতিবেদনের জন্য আবেদন করেছি বিআরটিএতেপ্রতিবেদন দিলে আদালতে দাখিল করবো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স