ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে

রেকর্ডগড়া জয়ে সিরিজ বাংলাদেশের

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০২:১২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০২:১২:০২ অপরাহ্ন
রেকর্ডগড়া জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক টস জিতে ব্যাটিং নিয়ে গ্যাবি লুইস বললেন, দুইশর বেশি রান করতে চান তারা। আর নিগার সুলতানা বলেন, প্রতিপক্ষকে দেড়শর নিচে আটকে রাখতে পারলে সহজ হবে কাজ। দুই অধিনায়কের কোনোটিই মিলল না। আয়ারল্যান্ড পেল দুইশ ছুঁইছুঁই স্কোর। নিজেদের ভাবনার চেয়ে বড় লক্ষ্য পেলেও সাবলীল ব্যাটিংয়ে রেকর্ড গড়ে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল শনিবার আইরিশদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ১৮৪ রানের লক্ষ্য ৩৭ বল বাকি থাকতেই টপকে যায় তারা। ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা। বাংলাদেশের আরেকটি রেকর্ডগড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়েসয়ে খেলে টানা দ্বিতীয় ফিফটি করেন ফারজানা হক। এছাড়া চল্লিশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার। রোদ ঝলমলে সকালে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি আইরিশদের। চতুর্থ ওভারে সুলতানা খাতুনের কিছুটা থেমে যাওয়া ডেলিভারিতে মিড উইকেটে ক্যাচ দেন গ্যাবি লুইস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণে এসে প্রথম বলে আরেক ওপেনার সারাহ ফোর্বসকে এলবিডব্লিউ করেন নাহিদা আক্তার। সফরকারীদের সংগ্রহ তখন ৩৫ রান। তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন এমি হান্টার ও ওর্লা প্রেন্ডারগাস্ট। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ৯১ রান যোগ করতে দুজন মিলে খেলেন ১৪৪ বল। ২৯তম ওভারে একশ পূর্ণ হয় আইরিশদের। ৫ চারে ৬৬ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন হান্টার। ৩৫তম ওভারে রান আউটে ভাঙে তাদের নব্বইছোঁয়া জুটি। ২ চারে ৩৭ রান করতে ৭২ বল খেলেন প্রেন্ডারগাস্ট। একই ওভারে স্বর্ণার লেগ স্পিনে এলবিডব্লিউ হন ৮ চারে ৮৮ বলে ৬৮ রান করা হান্টার। পরে দলকে এগিয়ে নেন লরা ডেলানি। সুলতানার দ্বিতীয় শিকার শিকার হন লিয়া পল। ষষ্ঠ উইকেটে উনা রেমন্ড-হোয়িকে নিয়ে ৩৪ বলে ৩৭ রান যোগ করেন ডেলানি। ইনিংসের শেষ ওভারে ওয়াইড লং অন থেকে রাবেয়ার সরাসরি থ্রোয়ে রান আউট হন ৫০ বলে ৩৩ রান করা ডেলানি। ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন রেমন্ড-হোয়ি। আয়ারল্যান্ড পায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা। দুইশ ছুঁইছুঁই রান তাড়ায় শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি। টানা দ্বিতীয় ফিফটি করতে ৮৮ বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার। এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন শারমিন। সম্ভাবনা জাগিয়েও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। ৪টি চারে ৬৩ বলে করেন ৪৩ রান। সোবহানা মোস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে তিনি করেন ১৬ রান। এরপর স্বর্ণাকে নিয়ে জুটি গড়েন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র ৪০ বলে ৫৩ রান যোগ করেন দুজন। ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার। তবে তিনিও পঞ্চাশ করতে পারেননি। জয় থেকে ১২ রান আগে ফেরেন ৩৯ বলে ৪০ রান করে। ৪টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা। এমি ম্যাগুয়েইরের বলে ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হয়ে যান স্বর্ণা। পরে ফাহিমাকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন তরুণ অলরাউন্ডার। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। নিগারের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল। সংক্ষিপ্ত স্কোর আয়ারল্যন্ড: ৫০ ওভারে ১৯৩/৬ (ফোর্বস ১৩, লুইস ২, হান্টার ৬৮, প্রেন্ডারগাস্ট ৩৭, ডেলানি ৩৩, পল ১০, রেমন্ড-হোয়ি ২১*, কেলি ১*; মারুফা ৭-১-৩৮-০, সুলতানা ১০-১-৩২-২, নাহিদা ১০-১-৩২-১, রাবেয়া ১০-০-৪২-০, ফাহিমা ৭-০-২৭-০, সোবহানা ২-০-৯-০, স্বর্ণা ৪-০-৬-১) বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, মুর্শিদা ৬, শারমিন ৪৩, নিগার ৪০, সোবহানা ১৬, স্বর্ণা ২৯*, ফাহিমা ৪*; প্রেন্ডারগাস্ট ৪-১-১০-১, ক্যানিং ৭-০-২২-১, কেলি ৯-০-৩৪-১, সারজেন্ট ৯-০-৪৪-০, ম্যাগুয়েইর ৮-০-৪৩-০, ডেলানি ৬.৫-০-৪৩-২)

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য