ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
কুমিল্লায় জামায়াতের আমির

ক্ষমতায় গেলে দুর্নীতি বৈষম্যহীন দেশ গড়ব

  • আপলোড সময় : ০৬-১২-২০২৪ ১০:৫৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৪ ১০:৫৬:১৫ অপরাহ্ন
ক্ষমতায় গেলে দুর্নীতি বৈষম্যহীন দেশ গড়ব
কুমিল্লা থেকে মো. রজ্জব আলী
জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। যার যা ধর্ম সে সেটা পালন করবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দিবো না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। সব ধরনের উসকানি কিংবা অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবসসময় এক হয়ে লড়াই চালিয়ে যাবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
গতকাল শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরো বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায়। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আমরা সবাই এক হয়ে লড়াই করবো। এ দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছাড় দেবো না। আমরা কোন আগ্রাসন সহ্য করবো না। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেয়া যায়। এই সরকারের ওপর আমাদের বিশ্বাস ও সহযোগিতা রয়েছে। আশা করি সংস্কার শেষে খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে।
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুরুতে অর্থসহ পবিত্র কোরআন মজীদ থেকে তেলাওয়াত করেন ড. ক্বারী আবরার আহম্মদ। সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাছুম মিয়ার পিতা মুহাম্মদ শাহীর মিয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও সম্মেলনের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন ও মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভেকেট জসীম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মো: আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো: শাহাজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্ররটারি মাওলানা ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ মোছলেহ উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জাম সোহেল, এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা ও মেশাররফ হেসাইন ,ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী।
যৌথভাবে সম্মেলন পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াতের  আমীর মুফতী আবদুল হান্নান, লক্ষীপুর জেলা আমীর রুহুল আমিন, নোয়াখালী জেলা সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, নাগাইশ দরবারের পীর মোস্তাক ফয়েজী, ইবনে তাইমিয়া কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।
জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেন, ডা: শফিকুর রহমান জাতির মুক্তি আন্দোলনের সেনাপতি। কুমিল্লার এই মাঠে মুহতারাম আমীরে জামায়াত প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথি। তিনি আসনে বসলে আমরা সবাই তাঁর কর্মী।
তিনি বলেন, ভারত হামলা করলে দেশের জনগণ লাঠি, ইটপাটকেলসহ যার যা আছে তিনি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি বলেন, প্রয়োজনে সীমান্তে আমরা প্রাচীর তৈরি করবো যাতে ভারতে ঢুকতে না পারে।
তিনি মুখ্যমন্ত্রী মমতাকে উদ্দেশ্য করে বলেন, জাতিসঙ্ঘের শান্তিরক্ষী ভারতের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন নেই। কারণ ভারতে ধর্মীয় দাঙ্গা সংগঠিত হয়ে থাকে। তিনি বলেন, সাবধানে কথা বলবেন, নচেৎ পশ্চিমবঙ্গের ২৫% মুসলমান আপনাকে প্রত্যাখ্যান করবে। তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন সৎ ও আল্লাহভীরু নেতৃত্বকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন।
তিনি কুমিল্লায় বিমানবন্দর পুনরায় চালু করতে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের কাছে দাবি জানান। কুমিল্লা নামে অল্প সময়ে কুমিল্লা বিভাগ ঘোষণা করার দাবি জানান।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, শেখ মুজিব ও তার কন্যা হাসিনা বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে। দেশটাকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে। শেখ মুজিবের চেরের খনিকে ডাকাতের খনিতে পরিণত করেছিলো মুজিব কন্যা হাসিনা।
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে। দেশ ও জনগণের কল্যাণে জামায়াত এদেশের মানুষের পাশে অতন্দ্রপ্রহরী হিসেবে সজাগ আছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য