ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন
বায়ুদূষণের শীর্ষে ঢাকা

ঝুঁকিপূর্ণ সাত এলাকার বাতাস

  • আপলোড সময় : ১০-১২-২০২৪ ০৯:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৯:৫২:২৬ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ সাত এলাকার বাতাস
দূষিত বায়ু থেকে বাঁচতে মাস্ক পরার পরামর্শ মন্ত্রণালয়ের
* এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে
* ডিসেম্বরে চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত  ঢাকার বাতাস
* গত বছর থেকে এ বছর নভেম্বরে বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে
আতাউর রহমান জুয়েল
বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের তালিকায় গতকাল মঙ্গলবারও শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪১ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। গতকাল সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিকে ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
২১৯ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৯৪), ভারতের দিল্লি (১৯১) ও কলকাতা (১৭৮)। এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়। ৩৪৮ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে ছিল। তালিকায় এরপরেই ছিল যথাক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬৫), মিরপুরের কল্যাণপুর (২৫৯), আগাখান একাডেমি (২৫৭), গুলশান ২ রব ভবন এলাকা (২৪৪), সাভারের হেমায়েতপুর (২৪২), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৪১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩২), গুলশান লেক পার্ক (২২৯) এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার বায়ুমানের অবনতি কেনোভাবেই থামানো যাচ্ছে না। গত বছর থেকে এ বছর নভেম্বরে বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে। আর ডিসেম্বরে চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল ঢাকার বাতাস। গত রোববার রাত ৩টা থেকে গত সোমবার সকাল ১০টা পর্যন্ত বাতাসের অবস্থা ছিল ‘দুর্যোগপূর্ণ’। এই সময়ে এয়ার কোয়ালিটি (একিউ) ইনডেক্সে ঢাকার স্কোর ছিল ৪২০।
এদিকে, ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদফতরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিন ঢাকার সাত এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা। এখানে বাতাসের একিউআই স্কোর ৫২১। এরপরেই রয়েছে বেচারাম দেউড়ি (৪৭৩), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২৯), গুলশান ২-এর রব ভবন এলাকা (৪২৬), গুলশান লেক পার্ক এলাকা (৪১৯), সাভারের হেমায়েতপুর (৩৪৪), পশ্চিম নাখালপাড়া (৩০৫)। তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৮৯), পেয়ারাবাগ রেললাইন এলাকায় (২৮৭) বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
গত সোমবার বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মিসরের কায়রো। ২১১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। তালিকায় তৃতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর (১৮০), চতুর্থ স্থানে ছিল ইরাকের বাগদাদ (১৭৯)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা স্থানীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য