ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’

যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৩:৪০ অপরাহ্ন
যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি যে কারণে স্ট্রাইক রেটে সফল কোহলি

স্পোর্টস  ডেস্ক
পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক মুরালি কার্তিক জিজ্ঞেস করলেন, “এবারের মৌসুমে বা এই আইপিলে কী কী আপনি করছেন?” ভিরাট কোহলি হাসতে হাসতে বললেন, “স্পিনারদের জন্য স্লগ সুইপ কাজে লাগাচ্ছি এবারস্লগ সুইপ ক্রিকেটের খুবই পরিচিত ও নিয়মিত এক শটএখানে হাসির কিছু এমনিতে নেইকিন্তু কোহলির ব্যাটিং অনুসরণ করে থাকলে হাসির কারণটাও সহজে অনুমেয়সুইপ বা স্লগ সুইপের প্রতি অনুরাগ যে তার খুব একটা নেই! পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃহস্পতিবার ৪৭ বলে ৯২ রানের ইনিংসটির পথে রাহুল চাহার ও লিয়াম লিভিংস্টোনের স্পিনে এই শট বেশ কিছু খেলতে দেখা গেছে কোহলিকেএই শটে তার ব্যাট থেকে এসেছে এ দিন ২৬ রানকিছুদিন আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংসের পথেও রাশিদ খান, নূর আহমাদ, সাই কিশোরদের স্পিনে সুইপ-স্লগ সুইপ প্রচুর খেলেছেন কোহলিকোহলির মতো ব্যাটসম্যান যখন ভিন্ন কিছুর চেষ্টা করেন, সেটির পেছনে সুনির্দিষ্ট কারণ ও গভীর ভাবনা থাকেইতিনি নিজেই জানালেন, মূলত মাঝের ওভারগুলোয় স্ট্রাইক রেটের দাবি মেটাতেই এই পথ তিনি বেছে নিয়েছেনএবারের আইপিএলে কোহলির স্ট্রাইক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল বেশতিনি সেটি উড়িয়ে দিয়েছেন, কথায় যেমন, তেমনি ব্যাটেওএবারের আসরে এখনও পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান করেছেন তিনি (৭০.৪৪ গড়ে ৬৩৪)স্ট্রাইক রেট ১৫৩.৫১তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে যা প্রায় ২০ বেশিএমনকি কোহলির যে মৌসুমটি কিংবদন্তি হয়ে আছে আইপিএলের ইতিহাসে, ২০১৬ সালে চার সেঞ্চুরিতে ৯৭৩ রান করার সেই আসরেও তার স্ট্রাইক রেট ছিল এবারের চেয়ে কম (১৫২.০৩)কোহলি জানালেন, স্ট্রাইক রেটের কথা ভেবেই নিজের পুরোনো ঝোলা থেকে স্লগ সুইপ শট বের করে এনেছেন তিনিযদিও অনুশীলন করেননি বলেই দাবি তাারস্পিনারদের জন্য স্লগ সুইপ কাজে লাগাচ্ছি এবার (হাসি)মানসিকভাবে নিজেকে স্রেফ ওই জায়গাটায় নিয়ে গেছি, একদমই অনুশীলন করিনিতবে জানতাম যে, এই শট খেলতে পারবকারণ অতীতে অনেক খেলেছি এটা” “আমার মনে হচ্ছিল, আরেকটু ঝুঁকি নিতে পারি এবং এই শট একটা সময় নিয়মিতই খেলতামআবার খেলা শুরু করলাম এবং এতে যেটা হয়েছে, ব্যাক ফুটেও আমাকে শট খেলতে সহায়তা করছে এটাকারণ স্পিনের বিপক্ষে ওই দিকটা (ইশারায় অন সাইড দেখিয়ে) সবসময় কাজে লাগানোর সুযোগ খুঁজতে পারছিস্লগ সুইপ ঠিকঠাক খেলতে পারলে রান তোলার পাশাপাশি স্পিনারদের লেংথ এলোমেলো করে দেওয়া যায়আরও আলগা বল পাওয়ার সুযোগও তাই তৈরি হয়কিন্তু ঠিকঠাক না হলেই বিপদআউট হওয়ার ঝুঁকি এখানে থাকে সবসময়ইকোহলি বললেন, মানসিকভাবে সেই ভয়কে জয় করেই এখনও পর্যন্ত সফল তিনিএবারের আইপিএলে আমার জন্য এটা বিরাট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেএটা স্রেফ আরেকটু দৃঢ় বিশ্বাস রাখা ও আউট হয়ে যাওয়ার ভয়টা সরিয়ে দেওয়ার ব্যাপারযদি আউট হয়ে যাই, তাহলে কী হবে’, এই ভাবনাটাকে এবারের আইপিএলে দূরে রাখতে পেরেছি আমি এবং এটা আমাকে সহায়তা করেছে এই আইপিএলে মাঝের ওভারগুলায় স্ট্রাইক রেট ধরে রাখতে, দলের জন্যও স্কোরিট রেট ভালো রেখে যেতে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ