ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

হাসিনার বিবৃতিতে ভারতের সমর্থন নেই

  • আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৪৫:১০ অপরাহ্ন
হাসিনার বিবৃতিতে ভারতের সমর্থন নেই
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল ‘একটি রাজনৈতিক দল’ বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বলেন তিনি বিক্রম মিশ্রি


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত ‘সমর্থন করে না’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বুধবার হাজির হয়ে তিনি এও বলেছেন, হাসিনার কথাবার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অস্বস্তির কারণ’ হয়ে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নানা বিষয় নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন বিক্রম মিশ্রি।
ওইদিনই দেশে ফেরার পর বুধবার তিনি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সফরের বিস্তারিত তুলে ধরেন।
হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বিক্রিম মিশ্রি বলেছেন, শেখ হাসিনা মন্তব্য করার জন্য ‘যোগাযোগের ব্যক্তিগত ডিভাইস’ ব্যবহার করছেন। ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা ভারত তাকে দেয়নি।
এটি ‘তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যবাহী রীতির অংশ’ বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দু লিখেছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার ভিডিও বার্তা দেওয়ার মধ্যে বিক্রম মিশ্রির এই বক্তব্যকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখা হচ্ছে।
মিশ্রি কমিটিকে বলেছেন, সোমবার ঢাকা সফরকালে তিনি অন্তর্র্বতীকালীন সরকারকে বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল ‘একটি রাজনৈতিক দল’ বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করবে।
ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, নয়া দিল্লিতে সংসদ ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় কমিটির সামনে ছিলেন বিক্রম মিশ্রি।
সোমবারের এফওসি বৈঠকের পর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব।
প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু প্রসঙ্গ, ‘অপতথ্য’ প্রচার, ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ হাসিনার ভারতে অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স