ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

জামালপুরে কালীমন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর

  • আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১২:৪০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১২:৪০:৩৫ পূর্বাহ্ন
জামালপুরে কালীমন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে মহাশ্মশান কালীমাতা মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতের কোনও একসময় পৌরসভার কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে পুলিশ, ডিবি, ডিএসবি, এনএসআই ও সেনাবাহিনীর সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের আঁধারে পৌরসভার কামরাবাদ এলাকায় সরিষাবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশান কালী মাতা মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে মন্দিরের প্রধান ফটকের তালা অক্ষত রয়েছে। এ ঘটনাকে পুলিশ প্রশাসনসহ স্থানীয়দের অনেকে রহস্যজনক বলছেন। মন্দিরের সভাপতি উত্তম কুমার তেওয়ারি বলেন, মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরসহ কিছু নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এটি কে বা কারা করেছে, আমরা জানি না। তবে অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, উপজেলার প্রসিদ্ধ কয়েকটি মন্দিরের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। গ্রুপিং নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। বিবাদমান একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন রমেশ চন্দ্র সূত্রধর ও দীপক কুমার সাহা। অপরটির নেতৃত্ব দিচ্ছেন কালা চাঁন পাল ও আইনজীবী শিবলু কুমার ঘোষ। খাগুরিয়া কালীমাতা মন্দির ও সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় আর কে মিশনের কমিটির পদ-পদবি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা হিন্দু সম্প্রদায়ের লোকজনের। এ বিষয়ে আইনজীবী শিবলু কুমার ঘোষ বলেন, এসব কিছুই না। সাম্প্রদায়িক উসকানি তৈরির জন্য হয়তো একটি চক্র এসব ঘটাচ্ছে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও মন্দির কমিটির কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য