ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

  • আপলোড সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৪ ১০:০৫:৪১ অপরাহ্ন
সোহেলের ভুলে ড্র করলো আবাহনী সোহেলের ভুলে ড্র করলো আবাহনী

স্পোর্টস  ডেস্ক
এম এস বাবলু আগের দুইবারের চেষ্টায় গোল করতে পারেননিশেষ দিকে এসে তৃতীয় প্রচেষ্টায় ঠিকই লক্ষ্যভেদ করলেনতাতে অবশ্য দায়টা গোলকিপার শহিদুল আলম সোহেলের বেশি৮৭ মিনিটে গোলকিপারের ভুলে বাবলুর গোলে পুলিশ এফসি আবাহনী লিমিটেডকে জিততে দেয়নিপ্রিমিয়ার লিগে ফিরতি পর্বে আবাহনী ১-১ গোলে ড্র করেছে সার্ভিসেস দলটির সঙ্গেগোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী আক্রমণে ছিল৯ মিনিটে আবাহনী এগিয়ে যায়সতীর্থের ক্রসে আব্দুল্লায়েভ হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল চলে যায় পেছনে অবস্থান করা কর্নেলিয়াস স্টুয়ার্টের পায়েগ্রানাডিয়ান স্ট্রাইকার দেখেশুনে গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করে দেনব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেনি আবাহনীকিন্তু সফল হতে পারেনি৩২ মিনিটে এনামুল গাজীর কাটব্যাক থেকে পোস্টের সামনে থেকে কর্নেলিয়াসের প্লেসিং অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওয়াশিংটন বান্দ্রোর ক্রসে এনামুল গাজী পোস্টের একদম সামনে থেকে পা ছোঁয়াতে পারেননিবিরতির পর আবাহনীর সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে পুলিশ৫৬ মিনিটে তারা ভালো সুযোগ নষ্ট করেবক্সে ঢুকে একজনকে কাটিয়ে ফাঁকায় বদলি বাবলুর কিছুটা কোনাকুনি শট ক্রসবারের একটু ওপর দিয়ে  চলে যায়দুই মিনিট পর পালাসিওর ক্রসে বাবলুর হেড লক্ষ্যভ্রষ্ঠ হয়৬৬ মিনিটে শাহ কাজেমের থ্রু পাস থেকে বক্সের বাইরে মাহাদি ইউসুফ খান অ্যারন ইভান্সের দুই পায়ের মাঝ দিয়ে ঠিকঠাক লক্ষ্যে শট নিতে পারেননিঅল্পের জন্য তা পোস্ট ঘেঁষে যায়আবাহনী ৮৫ মিনিটে সুযোগ পায়রবিউল ইসলামের ফ্রি কিক আহসান হাবীব পোস্টে ঢোকার মুহূর্তে প্রতিহত করেন৮৭ মিনিটে  অভিজ্ঞ গোলকিপার সোহেলের ভুলে আবাহনী তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনিবাবলুর বক্সের বাইরে থেকে নেওয়া শট এক ড্রপ খায়, গোলকিপার সোহেল নিচু হয়ে ধরার চেষ্টা করলেও তা দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়বলের গতি এমন জোরালো ছিল না যে কিপারের জন্য তালুবন্দি করা কঠিন ছিলএমন ভুল সোহেল আগেও করেছেনতা ক্লাব কিংবা জাতীয় দলে থেকেও! শেষ পর্যন্ত রেফারির শেষ বাঁশি বাজতেই পুলিশের স্বস্তিএমন ড্রতে আবাহনীর তো এখন রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছেদিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে শেখ রাসেল ও রহমতগঞ্জ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেদুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছেলিগে আবাহনী ১৫ ম্যাচে ৭ জয় ও ৮ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেপুলিশ সমান ম্যাচে চতুর্থ ড্রয়ে ২২ পয়েন্টে চারে অবস্থান করছেশেখ রাসেল ১৫ ও রহমতগঞ্জ ১১ পয়েন্ট পেয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য