ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে

দুদকে অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
দুদকে অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ অনুসন্ধানে স্থবিরতা বিরাজ করছে। মূলত কমিশন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারণ দুদকের অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা রুজু কিংবা চার্জশিট দেয়ার সিদ্ধান্তের একমাত্র ক্ষমতার অধিকারী কমিশন। কিন্তু কমিশন না থাকায় দুদক এক প্রকার অচল হয়ে পড়েছে। সংস্থাটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০টি অভিযোগ জমা পড়ে। আর কমিশন থেকে ওসব অভিযোগ যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধানের অনুমোদন নিতে হয়। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হাজারের বেশি প্রভাবশালী ও দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দুদক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দুদক বিগত ২০০৭ সালে একবার দীর্ঘদিন কমিশনহীন ছিল। ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুদক অচল হয়ে থাকে। বর্তমানেও এমন অবস্থা বিরাজ করছে। দুদক কর্মকর্তারা এবার সংস্কার কমিশনের কাছে এর একটি সুরাহা চেয়েছেন। কারণ গত ২৯ অক্টোবর পুরো কমিশন পদত্যাগ করায় নতুন করে আর কোনো অভিযোগ অনুসন্ধান শুরু হয়নি। অথচ অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট অভিযোগের তথ্যপ্রমাণের ভিত্তিতে মামলা দায়ের করে দুদক। আর কমিশন থেকে মামলা দায়েরের অনুমোদন নিতে হয়। এরপর মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। আবার চার্জশিট দাখিলের আগেও কমিশন থেকে অনুমোদন নিতে হয়। অনুসন্ধান ও তদন্ত চলাকালীন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেলে এবং সেসব সম্পদ হাতবদল হওয়ার সম্ভাবনা থাকলে সেগুলো ক্রোক বা ফ্রিজ করে দুদক। এমনকি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তার বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। সূত্র জানায়, আইন অনুযায়ী দুদক থেকে প্রথমে প্রশাসনিক আদেশ দিয়ে ইমিগ্রেশন ব্লক করে আদালতের মাধ্যমে আদেশ করা হয়। কিন্তু কমিশন থেকে এসব কিছুর অনুমোদন নিতে হয়। এমনকি কমিশন থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত অনুমোদনও দেয়া হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমোদন করে কমিশন। গত ২৯ অক্টোবর থেকে কমিশন না থাকায় দুদকের অতি গুরুত্বপূর্ণ এসব কাজ বন্ধ হয়ে আছে। এমনকি চলতি অর্থবছরে (২০২৪-২৫) দুর্নীতি দমন কমিশনের অধীনে প্রাপ্ত বাজেট বরাদ্দ অনুযায়ী প্রয়োজনীয় ক্রয়ের অনুমোদন এবং আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসের কার্যক্রমবিষয়ক সব সিদ্ধান্ত আটকে আছে। এদিকে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কমিশনের হাতে দুদকের সব ক্ষমতা। যে কারণে কমিশন ছাড়া কোনো সিদ্ধান্তই নেওয়া যায় না। এ ক্ষেত্রে দুদকের মহাপরিচালকদের হাতে কিছু সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া প্রয়োজন। যাতে কমিশনে কোনো ধরনের শূন্যতা তৈরি হলে মহাপরিচালকরা সংস্থাটিকে চালিয়ে নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স