ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১৪:৩১ অপরাহ্ন
আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা
স্পোটর্স ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে শুরু হওয়া সফরটা বাংলাদেশের জন্য ভালো ছিল না। প্রথম টেস্টে হারের পর অবশ্য পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবলধোলাই হয় বাংলাদেশ। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছে। আজ সোমবার সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফর্মেটের মারদাঙ্গা এই ম্যাচে বরাবরই আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা। তার পরও অধিনায়কের মুখে টি-টোয়েন্টি সিরিজ জেতার প্রত্যয় দৃঢ়। বিসিবির প্রকাশিত ভিডিওতে অবশ্য কঠিন বাস্তবতাও স্বীকার করলেন তিনি। অধিনায়ক বলেন ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’ নাজমুল হোসেন শান্ত’র অনুপস্থিতিতে আগের দুই ফরম্যাটের নেতৃত্বে মেহেদি মিরাজ ছিলেন। আজ টি-টোয়েন্টির নেতৃত্ব দেবেন লিটন। এই মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে রানখরায় ছিল টাইগাররা। তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গত শনিবার যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’ ম্যাচের আগেরদিন সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা নামতে পারেন নি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদি-লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে।
বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ