ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

ব্রিসবেনে অজিদের রানের পাহাড়

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১৫:১৪ অপরাহ্ন
ব্রিসবেনে অজিদের রানের পাহাড়
স্পোটর্স ডেস্ক
ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডের সেঞ্চুরির সুবাদে বেশ বড় পুঁজির দিকে এগোচ্ছে অজিরা, শেষ বিকেলে দারুণ বোলিংয়ে ফাইফার তুলে অবশ্য অস্ট্রেলিয়ার রানের লাগাম কিছুটা হলেও টেনে ধরেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে অজিরা। প্রথম দিনে বৃষ্টিভেজা দিনে খেলা হয়েছিল মোটে ১৩.২ ওভার। বিনা উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সাতসকালেই আউট হয়েছেন উসমান খাজা। ৫৪ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। একটু পরেই আউট হয়েছেন আরেক ওপেনার নাথান ম্যাকসুইনি। ৪৯ বলে ৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তিনে নামা মারনাস লাবুশেনও বেশিক্ষণ টেকেননি। ৫৫ বলে ১২ রানের ইনিংস খেলে দলের ৭৫ রানের মাথায় সাজঘরে ফিরেছেন লাবুশেন। চাপ বেড়েছে আরও। সেই চাপের সময় ক্রিজে আসেন ট্রাভিস হেড। আগে থেকে ছিলেন স্টিভেন স্মিথ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এবার প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেন স্মিথ এবং হেড। স্মিথ দেখেশুনে আগালেও সেসবের ধার ধারেননি ট্রাভিস হেড। নিজের চিরাচরিত আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের বোলারদের তুলোধুনো করেছেন তিনি। মারমুখি ব্যাটিংয়ে সুবাদে দলও চাপ সামনে এগোতে থাকে, বোর্ডে উঠতে থাকে রান। দুজনই ছুঁয়েছেন ফিফটি। তবে ফিফটির পরই থামেননি কেউই। কার্যকরী ব্যাটিংয়ে দলের পুঁজি বাড়াতে থাকেন স্মিথ-হেড। নিজের ‘প্রিয় প্রতিপক্ষ’ ভারতকে পেয়ে আরও একবার ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন ট্রাভিস হেড। জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের পেস আক্রমণকে পিটিয়ে তক্তা বানাচ্ছিলেন। সেই সাথে চলে গিয়েছিলেন সেঞ্চুরির অনেক আছে। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে ফেলেন হেড। টেস্ট ক্যারিয়ারে নিজের ৯ম সেঞ্চুরির দেখা পেলেন ট্রাভিস হেড, এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ ৩টিই এসেছে ভারতের বিপক্ষে। ভারতকে পেলেই বারবার তুলোধুনো করছেন হেড। সেঞ্চুরি হাঁকিয়েও ছুটেছে হেডের উইলো। আরেক প্রান্তে টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে ব্যাকরণ মেনে আগানো স্মিথও সেঞ্চুরির দেখা পেয়েছেন। তবে সেঞ্চুরি ছুঁয়ে আর বেশি দূর আগাতে পারেননি স্মিথ। দলের ৩১৬ রানের মাথাতে ১৯০ বলে ১০১ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন স্টিভেন স্মিথ। হেড এবং স্মিথের জুটি থেকে এসেছে ২৪১ রান। স্মিথকে ফিরিয়েছিলেন বুমরাহ। সেই বুমরাহই আউট করলেন মিচেল মার্শকে। দেড়শ ছুঁয়ে ভারতের পথের কাঁটা হয়ে যাওয়া হেডকেও আউট করলেন বুমরাহ। পূর্ণ হয়েছে ফাইফার। দ্রুত ৩ উইকেট হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে চলে যায় অজিরা। তবে সেখানেও লেখা হয়েছে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প। ক্রিজে এক প্রান্তে দাঁড়িয়ে যান অ্যালেক্স ক্যারি। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন। উইকেটের পতনও থামিয়েছেন। দিনশেষে অস্ট্রেলিয়ার অলআউট না হওয়ার পেছনে বড় অবদান ক্যারির। ৪৭ বলে ৪৫ রান করে এখনও টিকে আছেন ক্যারি। মাঝে ৩৩ বলে ২০ রানের ইনিংস খেলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১০১ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ফিফটির প্রহর গুনতে থাকা ক্যারি অপরাজিত আছেন ৪৭ বলে ৪৫ রান করে। অন্যদিকে ৭ বলে ৭ রান করে টিকে আছেন মিচেল স্টার্ক। ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেছেন জাসপ্রীত বুমরাহ। এছাড়া ১টি করে উইকেট নেন নিতিশ কুমার রেড্ডি এবং মোহাম্মদ সিরাজ। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ এটি। সিরিজে চলছে ১-১ সমতা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ