ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

বাধ্যতামূলক অবসরে জাবি’র ২০ কর্মকর্তা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১২:১০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১২:১০:১৫ পূর্বাহ্ন
বাধ্যতামূলক অবসরে জাবি’র ২০ কর্মকর্তা

নিয়োগে নানা অনিয়ম, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আত্মীয় এমন ২০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন শিক্ষক, বাকি ১৯ জন কর্মকর্তা। গত মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে তাদেরকে কেন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে ওই ২০ জনকে বাধ্যতামূলক অবসর দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এই ২০ জন কর্মকর্তা ও শিক্ষকের চাকরির ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কারো নিয়োগে নির্দিষ্ট বোর্ড সদস্য ছিল না, কারো নিয়োগে সম যোগ্যতা ছিল না। এছাড়া বিজ্ঞপ্তির বাইরে লোক নেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাই তাদের অবসরে পাঠানো হলো। অবসরে পাঠানোদের মধ্যে বেশিরভাগ সাবেক ভিসি প্রফেসর হারুন অর রশিদ ও মশিউর রহমানের সময় নিয়োগ পাওয়া। 
জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি সিন্ডিকেট সভা ডাকেন ভিসি ড. এ এস এম আমানুল্লাহ। সেখানে ‘২৫ বছর চাকরি পূর্তিতে ঐচ্ছিক অবসর গ্রহণ ও অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৪ ধারা ও ৪৫ ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের প্রথম ধাপে একই ২০ জনকে বাধ্যতামূলক অবসর পাঠানো হলো। যাদের অবসরে পাঠানো হলো-বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে তারা হলেন- ড. নাসির উদ্দিন, অধ্যাপক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান; মেজবাহ উদ্দিন, পরিচালক, পরিবহন দফতর (রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), সাজেদুল হক, পরিচালক, অর্থ ও হিসাব দফতর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), সিদ্দিকুর রহমান, পরিচালক, আইন বিষয়ক দফতর (চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), হোসনেয়ারা বেগম, পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), আবু হানিফ, পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর দফতর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), মু. আখতারুজ্জামান, পরিচালক, শৃঙ্খলা ও নিরাপত্তা দফতর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), আব্দুল মালেক সরকার, পরিচালক, প্রকাশনা ও বিপণন দফতর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), আতাউর রহমান, পরিচালক, জনসংযোগ দফতর (বরিশাল আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), এ এস এম রফিকুল আকবর, পরিচালক, কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দফতর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত), হাছানুর রহমান, পরিচালক, শিক্ষক প্রশিক্ষণ দফতর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক, শারীরিক শিক্ষা দফতর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত), হাসান আমীর আহমেদ, পরিচালক, এস্টেট দফতর (রংপুর আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত), শফিক উল্লাহ, পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষা দফতর (রেজিস্ট্রার দফতরে সংযুক্ত), আ স ম আবদুল হক, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র, কাজী নাসির উদ্দিন, উপ-রেজিস্ট্রার, বরিশাল আঞ্চলিক কেন্দ্র, মন্নুজান বেগম, উপ-রেজিস্ট্রার, গ্রন্থাগার দফতর, ফাহিমা সুলতানা, উপ-রেজিস্ট্রার, প্রকাশনা ও বিপণন দফতর, মোহাম্মদ হোসেন, উপ-রেজিস্ট্রার, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং আবদুস ছাত্তার, উপ-রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দফতর। সিন্ডিকেট সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ