ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

সিএমএম কোর্টে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা সেøাগান

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
সিএমএম কোর্টে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা সেøাগান
রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নেয়ার সময় জয় বাংলা সেøাগান দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা। তারা হলেন-ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। গতকাল বুধবার রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে অগ্রসর হওয়ার সময় তারা জয় বাংলা সেøাগান দেন। একইসঙ্গে ‘বায়ান্নতে বাংলা একাত্তরে দেশ, ভালোবাসি বাংলাদেশ’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি বলতে থাকেন দুই ছাত্রলীগ নেতা। এ সময় তাদের নামানোর দায়িত্বে থাকা ডিবি পুলিশদের অবশ্য সেøাগানে বাধা দিতে দেখা যায়নি।
গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এদিন এ দুই ছাত্রলীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। এদিন দুপুর ৩টায় আসামি সিয়াম ও নাঈমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুম সরদার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. তরিকুল ইসলাম ও ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেয়ার প্রতিবাদে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই বিক্ষোভ মিছিলকে নির্দয়ভাবে দমন করার উদ্দেশ্যে ছাত্রলীগ একই স্থানে সমাবেশের ডাক দেয়। ঘটনার দিন নিরস্ত্র আন্দোলনে আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা করে। তারা শিক্ষার্থীদের ওপর ইট, কাঠ, পাইপ, লোহার রড, হকিস্টিক, রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায়। এতে গুরুতর জখম হন অনেকে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।
 
কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বরে অতিরিক্ত মহাপরিচালক করে তাকে র‌্যাবেই রেখে দেয়া হয়। আর ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউল আহসানকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে। ২০১৭ সালে এনটিএমসির পরিচালক করা হয় জিয়াউল আহসানকে। ২০২২ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টির পর তাকেই সংস্থাটির নেতৃত্বে রাখা হয়েছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স