ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

সিএমএম কোর্টে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা সেøাগান

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১২:১৫:৪৯ পূর্বাহ্ন
সিএমএম কোর্টে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা সেøাগান
রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাজতখানার দিকে নেয়ার সময় জয় বাংলা সেøাগান দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা। তারা হলেন-ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। গতকাল বুধবার রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে অগ্রসর হওয়ার সময় তারা জয় বাংলা সেøাগান দেন। একইসঙ্গে ‘বায়ান্নতে বাংলা একাত্তরে দেশ, ভালোবাসি বাংলাদেশ’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি বলতে থাকেন দুই ছাত্রলীগ নেতা। এ সময় তাদের নামানোর দায়িত্বে থাকা ডিবি পুলিশদের অবশ্য সেøাগানে বাধা দিতে দেখা যায়নি।
গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এদিন এ দুই ছাত্রলীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। এদিন দুপুর ৩টায় আসামি সিয়াম ও নাঈমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাসুম সরদার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মো. তরিকুল ইসলাম ও ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেয়ার প্রতিবাদে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই বিক্ষোভ মিছিলকে নির্দয়ভাবে দমন করার উদ্দেশ্যে ছাত্রলীগ একই স্থানে সমাবেশের ডাক দেয়। ঘটনার দিন নিরস্ত্র আন্দোলনে আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা করে। তারা শিক্ষার্থীদের ওপর ইট, কাঠ, পাইপ, লোহার রড, হকিস্টিক, রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে দফায় দফায় হামলা চালায়। এতে গুরুতর জখম হন অনেকে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।
 
কর্নেল পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বরে অতিরিক্ত মহাপরিচালক করে তাকে র‌্যাবেই রেখে দেয়া হয়। আর ২০১৬ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউল আহসানকে পাঠানো হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালকের দায়িত্বে। ২০১৭ সালে এনটিএমসির পরিচালক করা হয় জিয়াউল আহসানকে। ২০২২ সালে সংস্থাটিতে মহাপরিচালক পদ সৃষ্টির পর তাকেই সংস্থাটির নেতৃত্বে রাখা হয়েছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স