ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল

শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়-প্রধান কৌঁসুলি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ১১:৪১:১০ অপরাহ্ন
শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়-প্রধান কৌঁসুলি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই’ ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তখনকার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চত্বরে পলকের ওই ‘স্বীকারোক্তির’ কথা তুলে ধরে তাজুল সাংবাদিকদের বলেন, কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরো অবনতি হলে পরদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।
তখনকার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সে সময় বলেছিলেন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের ওপর থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার। ক্ষতিগ্রস্ত হয় পাশের খাজা টাওয়ারের কয়েকটি ডেটা সেন্টারও। সে কারণেই সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে তিনি তখন দাবি করেন।
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় মোবাইলে আর্থিক লেনদেন, বিদ্যুৎ-গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। কোথাও কোথাও ব্যাংকের এটিএম বুথও বন্ধ হয়ে যায়।
ইন্টারনেট না থাকায় স্থবির হয়ে পড়ে ই-কমার্স, পোশাক খাতসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, বন্ধ থাকে বন্দরের কার্যক্রম। ইন্টারনেটভিত্তিক সব ধরনের সংবাদ সেবাও অচল হয়ে পড়ে।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। সেখানে তারা ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত ইন্টারনেটা সেবা চালুর ব্যবস্থা করার আহ্বান জানান।
এরপর ২৩ জুলাই রাতে অগ্রাধিকার বিবেচনা করে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। পরদিন রাতে সারা দেশে বাসাবাড়িতেও ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সচল হয়। আর মোবাইল ইন্টারনেট ফেরে ২৮ জুলাই।
বৈষম্যবিরোধী আন্দোলন সরকারপতনের এক দফার আন্দোলনে পরিণত হলে সহিংসতা আবার বাড়তে থাকে। ছাত্রজনতা ৫ অগাস্ট ঢাকামুখী লংমার্চের ঘোষণা দেয়। সেদিন সকাল থেকে আবার বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।
তবে দুপুরের দিকেই ইন্টারনেট আবার সচল হয়। এরপর খবর আসে, শেখ হাসিনা পদ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।
সরকার পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে চলে যান, অনেকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন, পলক তাদেরই একজন।
তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে প্রধান প্রসিকিউটর তাজুল বলেন, জুনাইদ আহমেদ পলক অনেক তথ্য আমাদের দিয়েছেন। তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি- যে জুলাই-অগাস্টে অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। কোন টাওয়ারে আগুন লেগেছে, এসব কোনো ব্যাপারই ছিল না।
সেখানে সে (পলক) স্বীকারোক্তি দিয়েছে-এ ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী ও এ মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে; সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশ দিয়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সে গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয়, ‘ইমেডিয়েটলি ইন্টারনেট শাটডাউন কর’, বলেন তাজুল।
গণহত্যার যেসব মামলা হয়েছে, তার সম্ভাব্য সাক্ষীরা ‘টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন’ অভিযোগ করে তাজুল বলেন, তাদের নিরাপত্তায় কোনো গাফিলতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে।
সাবেক আইজিপিসহ ৭ জনকে ট্রইব্যুনালে হাজির
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ ৭ আসামিকে গতকাল ট্রইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, এই সাত আসামির বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলশান-ভাটারা এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সুলতান মাহমুদ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স