ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:২১:৪৭ পূর্বাহ্ন
সম্ভাবনার নতুন দিগন্ত বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরবিজয়
কলাপাড়া প্রতিনিধি কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ‘চরবিজয়’ সম্ভাবনার নতুন আর এক দিগন্ত। এ চরটি দৃষ্টিনন্দন করতে ম্যানগ্রোভ প্রজাতির বনাঞ্চল করার উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি প্রশাসন। ইতোমধ্যে ১০০টি কেওড়া, ৩০০টি ঝাউ ও ৪০০ টি গোল গাছের চারা রোপণ করা হয়েছে। ২০১৭ সালে এ চরটির সন্ধান মিলে। তখন ‘চরবিজয়’ নাম রাখা হলেও গভীর সমুদ্রে মাছ ধরারত জেলেদের কাছে ‘হাইরের চর’ নামে পরিচিত। প্রতিদিনই আগত পর্যটকরা ছুটে যাচ্ছে এক নজর দেখতে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এ চর ভ্রমণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে চরবিজয়ের নাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে জেগে ওঠা এ চরে লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি আর অতিথি পাখির কলকাকলি। দিগন্ত জোড়া আকাশ, সমুদ্রের নীল জল রাশি, সাদা গাংচিলের দল এদিক-ওদিক উড়াওড়ি দেখে মুগ্ধ আগত পর্যটকরা। তবে এ চরটিতে নেই রাত্রিযাপনের ব্যবস্থাসহ পর্যটক ছাউনি, বিশুদ্ধ পানি, শৌচাগার। এদিকে চরবিজয় পর্যটকদের ভ্রমণে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো বিধি-নিষেধ না থাকায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। পর্যটকদের আনাগোনায় কমে যাচ্ছে অতিথি পাখি ও লাল কাঁকড়ার অবাধ বিচরণ। জীববৈচিত্র সুরক্ষায় সুনির্দিষ্ট বিধি-নিষেধের আওতায় এনে চরবিজয়কে পর্যটকদের কাছে নিরাপদ বিনোদন জোন হিসেবে গড়ে তোলার দাবি পরিবেশবাদীদের। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে প্রকৃতিপ্রেমী পর্যটকরা বেড়াতে আসেন। চরটির সৌন্দর্যবর্ধনে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ৮০০ ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। এছাড়া কুয়াকাটার মাস্টার প্লান অনুমোদন করা হয়েছে। অচিরেই কুয়াকাটা হয়ে উঠবে বিশ্বের নান্দনিক ও আকর্ষণীয় একটি পর্যটন স্পট।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য