ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

এবার স্কেলেটর চরিত্রে অভিনয় করবেন জ্যারেড লেটো

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩৪:০৩ অপরাহ্ন
এবার স্কেলেটর চরিত্রে অভিনয় করবেন জ্যারেড লেটো
বিনোদন ডেস্ক
অনেকের শৈশবের নায়ক হি-ম্যান। এই চরিত্রটি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির এক বীরের। একটি কাল্পনিক পৃথিবী এটার্নিয়ার প্রধান চরিত্র প্রিন্স অ্যাডামই হি-ম্যান। যিনি তার ঐশ্বরিক ক্ষমতাধার তরবারি ব্যবহার করে হি-ম্যান রূপে পরিণত হন। অত্যন্ত শক্তিশালী এবং সাহসী সুপারহিউম্যান হি-ম্যান। তার লক্ষ্য পৃথিবীকে স্কেলেটর ও তার শত্রু বাহিনী থেকে রক্ষা করা। ১৯৮২ সালে ম্যাটেল এই খেলনা ব্র্যান্ডটি তৈরি করে। সেটি বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়তা পায়। পরে এই চরিত্র ও গল্প নিয়ে অনেক টেলিভিশন সিরিজ, সিনেমা এবং কমিক বই প্রকাশ হয়েছে। সিনেমা আকারে ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ১৯৮৭ সালে মুক্তি পায়। এতে হি-ম্যান চরিত্রে অভিনয় করেন ডল্ফ লুন্ডগ্রেন। যদিও সেটি বক্স অফিসে তেমন সফল হয়নি তবে হি-ম্যান ফ্র্যাঞ্চাইজির প্রতি অনেক ভক্তের মতে এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমা। আবারও এই গল্প নিয়ে হি-ম্যান ফিরে আসছেন সিনেমার পর্দায়। ম্যাটেল ফিল্মসের সঙ্গে মিলে লাইভ-অ্যাকশন ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ নামে এই সিনেমাটি তৈরি করছে আমাজন এমজিএম স্টুডিওস। এই সিনেমাতে চমক হিসেবে যোগ দিয়েছেন জ্যারেড লেটো। তিনি গল্পটির প্রধান ভিলেন আইকনিক স্টেলেটরের ভূমিকায় অভিনয় করবেন, তথ্যটি নিশ্চিত করেছে হলিউড রিপোর্টার। তারা আরও জানায়, ছবিতে যোগ দেবেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা। যার মধ্যে স্যাম সি. উইলসন ভিলেন ট্র্যাপ জওয়ের চরিত্রে অভিনয় করবেন। গেম অফ থ্রোনস সিরিজে দ্য মাউন্টেন চরিত্রে পরিচিত হাফথোর বিওর্নসন অভিনয় করবেন গোট ম্যান চরিত্রে। কোজো আত্তাহ ট্রাই-ক্লপ্স চরিত্রে দেখা দেবেন। অ্যালিসন ব্রি অভিনয় করবেন স্কেলেটরের সেকেন্ড ইন কমান্ড ইভিল-লিন চরিত্রে। এই সিনেমার প্রধান চরিত্র হি-ম্যান হয়ে পর্দায় আসবেন নিকোলাস গ্যালিটজাইন। ক্যামিলা মেনডেস টিলা এবং ইদ্রিস এলবা ডাঙ্কান/ম্যান-এট-আর্মস চরিত্রে অভিনয় করবেন। ট্রাভিস নাইট পরিচালিত ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ ২০২৬ সালের ৫ জুন সারা বিশ্বে মুক্তি পাবে। এর চিত্রনাট্য লিখেছেন ক্রিস বাটলার। এটি যৌথ প্রযোজনা করবে এসকেপ আর্টিস্টস এবং ম্যাটেল ফিল্মস।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য