ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

উইন্ডিজ দলে ডাক পেলেন ব্যাটার জাঙ্গো

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৯:৪৫:০৩ অপরাহ্ন
উইন্ডিজ দলে ডাক পেলেন ব্যাটার জাঙ্গো
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ব্যাটার আমির জাঙ্গো। আগামী ১৬ জানুয়ারি থেকে করাচিতে এই টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এদিকে বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি আবারো দলে ফিরেছেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি অনুপস্থিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং বিভাগে মোতি নেতৃত্বে আরো রয়েছেন কেভিন সিনক্লিয়ার ও জোমেল ওয়ারিকান। দুই ফাস্ট বোলার শামার জোসেফ ও আলজারি জোসেফের স্থলাভিষিক্ত হয়েছেন জোঙ্গি ও মোতি । এদের মধ্যে শামার পায়ের ইনজুরি ভুগছেন। যে কারনে এ মাসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। অন্যদিকে আলজারি ব্যক্তিগত কারনে দল থেকে অব্যাহতি চেয়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এমনটাই নিশ্চিত করেছে। ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া চারদিনের ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাঙ্গো জাতীয় দলে ডাক পেয়েছে। ঐ আসরে জাঙ্গো পাঁচ ম্যাচে ৬৩.৫০ গড়ে ৫০০রান করেছে। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গো। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন জাঙ্গো। তার ব্যাটিংয়ের ভর করে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব দেখায়। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কোলে বলেছেন, ‘মোতির অন্তর্ভূক্তি স্পিন বিভাগকে শক্তিশালী করবে।’ ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট দলের বাকি সদস্যরা বহাল রয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটার জসুয়া ডি সিলভা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করার জন্য দলে রয়েছেন মিকায়েল লুইস, এ্যালিক আথানাজে, কেসি কার্টি ও জাস্টিন গ্রিভস। কেমার রোচের নেতৃত্বে ফাস্ট বোলার হিসেবে দলে আরো রয়েছেন জেইডেন সিলেস ও এ্যান্ডারসন ফিলিপ। আগামী বছর পাকিস্তান সফরে মাধ্যমে ১৮ বছর পর প্রথম কোন টেস্ট সিরিজ খেলতে করাচিতে যাচ্ছে ক্যারিবীয়রা। ২০০৬ সালের নভেম্বরে সর্বশেষ পাকিস্তানে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩-২৫ চক্রের চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে এটাই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। ১৫ সদস্যের ক্যারিবীয় দল ২ জানুয়ারি দেশ ছাড়বে। ৬ জানুয়ারি তারা ইসলামাবাদে পৌঁছাবে। আগামী ১৬-২০ জানুয়ারি করাচিতে প্রথম ও ২৪-২৮ জানুয়ারি মুলতানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
 
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জসুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), এ্যালিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গোম মিকাইল লুইস, গুদাকেশ মোতি, এ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলেস, জোমেল ওয়ারিকান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ