ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজায় আগ্রাসন থামাবে না ইসরাইল

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:৩৫:০৭ অপরাহ্ন
গাজায় আগ্রাসন থামাবে না ইসরাইল
জনতা ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজগত বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ ঘোষণা দেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীসংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাবেএছাড়া আর কোনো যুদ্ধ নেইহামাস সম্প্রতি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছেতবে এ চুক্তিতে রাজি হয়নি ইসরাইলএরই মধ্যে আমেরিকাসহ বিভিন্ন দেশের নিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের রাফায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনীএদিকে যুদ্ধবিরতির আলোচনা শেষে হামাস প্রতিনিধি দল মিশরের কায়রো ত্যাগ করেছেএক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরো বলেছে, তাদের প্রতিনিধি দল কায়রো থেকে কাতারের দোহায় যাচ্ছেএর আগে কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল- রেশিক বুধবার এক বিবৃতিতে বলেছেন, তারা গত সোমবার যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন, এর বাইরে যাবেন নারেশিক বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং তারা রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছেহামাস যে চুক্তিতে রাজি হয়েছে তাতে বলা হয়েছে, প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হবেবিভিন্ন ত্রাণসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা হবেএছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইলআর দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাসবিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবেতবে তাদের সংখ্যা এখনও ঠিক করা হয়নিঅপরদিকে, তৃতীয় ধাপের মধ্যে থাকবে তিন থেকে পাঁচ বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তাবায়ন শুরু করা
এদিকে বাইডেন প্রশাসনের ডাক উপেক্ষা করেই গাজার লাইফলাইনখ্যাত রাফা সীমান্তে হামলা অব্যাহত রাখতে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে ট্যাংকসহ বিভিন্ন যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে ইসরাইলতবে হোয়াইট হাউস বলছে, রাফায় স্থল অভিযান হামাসকেই শক্তিশালী করে তুলবেঅবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফার পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনীআবাসিক ভবন থেকে শুরু করে মসজিদ - দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না কিছুইএরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি অস্ত্রের চালান বন্ধের পরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনীসীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে তারাহামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারারাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা এরইমধ্যে পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছেএদিকে রাফায় অভিযানের বিষয়ে আবারো কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রএদিন হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, রাফায় স্থল অভিযান চালালে কৌশলগতভাবে বিজয়ী হবে হামাসএরপরও সেখানে হামলা চালালে ইসরাইলের আরো সহায়তা বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনিমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও এর কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারাক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান নেতারা বলেন, বাইডেনের এমন সিদ্ধান্ত মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলবেতবে বাইডেন প্রাশাসনের হুমকিকে উড়িয়ে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুতিনি বলেছেনপ্রয়োজনে ইসরাইল একালড়াই করবেফিলিস্তিনের হামাসকে পরাজিত করতে যদি প্রয়োজন হয়, তাহলে তারা একা লড়বে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য