ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
বাণিজ্য মেলা-প্রতিদিন

গ্যাস সংকট বৈদ্যুতিক চুলায় আগ্রহ ক্রেতাদের

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১০:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১০:০৯:৩৮ পূর্বাহ্ন
গ্যাস সংকট বৈদ্যুতিক চুলায় আগ্রহ ক্রেতাদের
রাজধানীজুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বিকল্প হিসেবে অনেকে বেছে নিচ্ছেন বিদ্যুৎচালিত চুলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এ চুলা কিনতে আগ্রহও দেখা যাচ্ছে ক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন, গ্যাস সংকটের সহজ সমাধান হিসেবেই তারা এই চুলার দিকে ঝুঁকছেন। ঢাকার বিভিন্ন এলাকায় বেশকিছু দিন ধরে চলছে গ্যাস সংকট। সকালে থাকে তো বিকেলে থাকে না। কখনো থাকে অল্প চাপ। বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে নাজেহাল নগরবাসী। চলমান গ্যাস সমস্যার সমাধানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক ক্রেতাই আকৃষ্ট হচ্ছেন বিদ্যুৎচালিত চুলায়। ভোক্তারা বলেন, গ্যাস না থাকায় বৈদ্যুতিক চুলা কিনতে হচ্ছে। তবে দাম তুলনামূলক বেশি। ইন্ডাকশন, ইনফারেড নামে বিক্রি হওয়া বিদ্যুৎ চালিত চুলাসহ হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন পণ্যে ছাড় ও নানা অফার দিচ্ছেন বিক্রেতারা। তারা বলেন, ক্রেতারা আসছেন, দেখছেন। কেউ কিনে নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ প্রি-অর্ডার করে যাচ্ছেন। দেয়া হচ্ছে ছাড়ও। এছাড়া বরাবরের মতো মেলার বড় আকর্ষণ টিভি, ফ্রিজ। তবে অনেক ক্রেতাই এখন কেবল মেলা ঘুরে দেখছেন। ক্রেতা-দর্শনার্থীরা বলেন, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে। এখনও জিনিসপত্রের দাম চড়া। ব্যতিক্রমধর্মী পণ্যও কম। শেষ দিকে স্টল-প্যাভিলিয়নগুলো ক্রেতা আকৃষ্টে নানারকম ছাড় দিয়ে থাকে। তখন কম দামে পণ্য কেনা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই-আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে করা হয়েছে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স