ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০২:০৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০২:০৯:৫৯ অপরাহ্ন
নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গতবছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প পুনঃনির্বাচিত না হলে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হতেন। এক প্রতিবেদনে একথা জানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সরকারি তদন্তে নেতৃত্ব দেওয়া বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। গতকাল মঙ্গলবার কংগ্রেসে বিচার বিভাগের প্রকাশিত আংশিক এ প্রতিবেদনে স্মিথ লিখেছেন, ট্রাম্পের বিরুদ্ধে প্রমাণ তার বিচার চালিয়ে যাওয়া এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। ট্রাম্প এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছেন, স্মিথ একটা পাগল। তদন্তে তিনি ভুয়া তথ্য দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বাতিলের জন্য কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করেছিলেন। জেনেশুনে নির্বাচনী জালিয়াতির মিথ্যা প্রচার চালিয়েছিলেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। তবে ট্রাম্প এসব অভিযোগই অস্বীকার করেছেন। অপরাধের অভিযোগ ওঠার ওই সময়ে ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন। এরপর চার বছর তিনি ক্ষমতার বাইরে থেকেছেন। তবে ২০২৪ সালের ভোটে আবার সফলভাবে তিনি পুনরায় নির্বাচিত হয়ে আগামী সপ্তাহেই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন। মামলা লড়ার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ থাকলেও ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার মঞ্চ প্রস্তুত হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না এবং মামলা খারিজ হয়ে গেছে বলে প্রতিবেদনে উপসংহার টেনেছেন স্মিথ। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচার করা নিষিদ্ধ থাকায় ট্রাম্পের বিচার চালানো যায়নি। বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ কেন ট্রাম্পের বিরুদ্ধে চারটি অভিযোগে মামলা করার পদক্ষেপ নিলেন এবং শেষ পর্যন্ত তা বন্ধ করলেন- সে বিষয়ে বিস্তারিত খুঁটিনাটি তথ্য উঠে এসেছে কংগ্রেসে প্রকাশিত তার ১৩৭ পাতার প্রতিবেদনে। মঙ্গলবার মধ্যরাতের পর কংগ্রেসে পাঠানো হয় এই প্রতিবেদন। আইনি কিছু জটিলতার পর এক বিচারক ছাড়পত্র দেওয়ার পর প্রতিবেদনের প্রথম অংশটি এদিন প্রকাশ করা হয়েছে। দ্বীতিয় অংশটি প্রকাশ করা হবে কিনা তা নিয়ে এ সপ্তাহে শুনানি অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন বিচারক আইলিন ক্যানন। প্রতিবেদনের দ্বিতীয় অংশে আছে ফ্লোরিডার বাড়িতে ট্রাম্পের রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগের বিস্তারিত বিবরণ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স