ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি

মুক্তির আগেই রের্কড বইয়ে ক্যাপ্টেন আমেরিকা ৪

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৭:১৫:৩৭ অপরাহ্ন
মুক্তির আগেই রের্কড বইয়ে ক্যাপ্টেন আমেরিকা ৪
বিনোদন ডেস্ক
চলতি বছরে হলিউডে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তি পাবে। ছবিগুলো নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। বহুল প্রতিক্ষীত সেসব সিনেমাগুলোর একটি ‘ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এটি আগামী মাসে মুক্তি পাবে। দীর্ঘদিন ধরেই মার্ভেল সিনেমার ভক্তরা এই ছবির অপেক্ষায় দিন গুনছেন। বছরের প্রথম সিনেমা হিসেবে এটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে মার্ভেল স্টুডিওসের নতুন সিনেমাটি মুক্তির প্রথম চারদিনেই ১০০ মিলিয়ন ডলার আয় করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ১৪ থেকে ১৭ তারিখের প্রেসিডেন্টস ডে উইকএন্ড হিসেবে ধরা হয়। এই চারদিনে দেশটি উৎসবমুখর হয়ে উঠে। ছুটির আমেজে চারদিকে দেখা যায় নানা উৎসব ও কনসার্টের আয়োজন। এসময় সিনেমা মুক্তির দারুণ উপযোগী সময় বলে পরিচিত। এইসব বিবেচনা করেই ডেডলাইন মনে করছে, ক্যাপ্টেন আমেরিকার নতুন পর্বটি ১০০ মিলিয়ন ডলার আয় করতে পারে। এটা ৮৬ মিলিয়ন থেকে ৯৫ মিলিয়ন ডলারও হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্টস ডে উইকএন্ডে সর্বোচ্চ আয়ের ইতিহাসে মার্ভেল স্টুডিওসের সুনাম রয়েছে। ২০১৮ সালের তাদের ‘ব্ল্যাক প্যান্থার’ আয় করেছিল ২৪২.১ মিলিয়ন ডলার, ‘ডেডপুল’ ১৫২.১ মিলিয়ন এবং ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টামেনিয়া’ সিনেমাটি ১২০.৩ মিলিয়ন ডলার আয় করেছিল। এর মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি ৩ দিনে ২০২ মিলিয়ন আয় করেছিল। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ছবিও সেই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাসে সিনেমাটির কাস্ট পরিবর্তন এবং পুরো ফ্র্যাঞ্চাইজির নতুন রূপের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আসন্ন এই কিস্তি ২০১৪ সালের ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’ সিনেমার মতো বাস্তববাদী গল্পে নির্মিত। সেই ছবিটি ৯৫ মিলিয়ন ডলার আয় করেছিল। ট্র্যাকিং সার্ভিস কুয়েরাম জানায়, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আগামী মাসে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অর্জন করেছে। যার স্কোর ৫৮। এটি ইউনিভার্সালের উলফ ম্যান (৪৪), লাইন্সগেটের ফ্লাইট রিস্ক (৩৭) এবং সনি স্টুডিওর প্যাডিংটন ইন পেরু (৩৬) সিনেমাগুলোর চেয়ে বেশি। সিনেমাটি পুরুষ দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে ৩৫ বছরের নিচের নারীদের মধ্যেও এ ছবির প্রভাব যথেষ্ট। টিকিট বিক্রির বিষয়ে ৬৭% দর্শক সিনেমাটি থিয়েটারে দেখার জন্য প্রস্তুত। যা আসন্ন প্রতিযোগী সিনেমাগুলোর তুলনায় অনেক বেশি। যেমন উলফ ম্যান ৫৭%, ফ্লাইট রিস্ক ৫৭%, কোম্প্যানিয়ন ৩৭% এবং প্যাডিংটন ইন পেরু ৪৫%। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া সিল্ডটি গ্রহণ করেন। সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে, সিনেমাটি তার ফ্যানবেজের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য