ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

জুলাই জুন যে কারণে অর্থবছর

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৩:৪২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৩:৪২:২৮ অপরাহ্ন
জুলাই জুন যে কারণে অর্থবছর
অর্থনৈতিক রিপোর্টার
বাজেট আসলে যে শব্দটি বেশি আলোচিত হয়, সেটি হচ্ছে অর্থবছরকিন্তু আমরা অনেকেই জানি না অর্থবছর আসলে কিকেনই বা বছরে মাঝ থেকে শুরু হয় এই অর্থবছরএকেক দেশের অর্থবছর কেন একেক সময় শুরু হয়পৃথিবীতে প্রথম পঞ্জিকার প্রচলন করেন সুমেরীয়রাতখনকার সময়ে না ছিল সপ্তাহের হিসাব, না ছিল দিনের সঠিক হিসাবকালের বিবর্তনে সুমেরীয়দের এই পঞ্জিকা ছাড়িয়ে বর্তমানে পৃথিবীতে ৮০ ধরণের পঞ্জিকার প্রচলন রয়েছেএরমধ্যে অর্থনৈতিক পঞ্জিকা হিসেবে যোগ হয়েছে অর্থবছরেরআমরা বাঙালিরা বঙ্গাব্দ ও খ্রীষ্টাব্দকে সাধারণ পঞ্জিকা হিসেবে মেনে চললেও, আমাদের অর্থবছর শুরু হয় জুলাই মাস থেকেজুলাই থেকে জুন অবধি চলে আমাদের অর্থবছরএই অর্থবছরকে ভিত্তি ধরে প্রস্তুত ও প্রণয়ন হয় বাংলাদেশের বাজেটব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল এবং সেখান থেকে স্বাধীন বাংলা- এই দীর্ঘসময় ধরে আমরা জুলাই মাসকে অর্থবছর ধরে বাজেট প্রস্তুত ও উত্থাপন করে আসছিমূলত একটি দেশের শস্যের উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া, সরকারি-বেসরকারিখাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ-সুবিধার বিভিন্ন দিক পর্যালোচনা করে অর্থবছর ঠিক করা হয়
খেয়াল করলে দেখা যাবে, জুলাই মাস আমাদের দেশে বর্ষাকালএ সময় মাঠে কৃষকদের ফসল থাকে, কয়েক মাস পরেই ফসল ওঠে তাদের ঘরেএছাড়াও কিছু কিছু অঞ্চলে এরই মধ্যে ফসল উঠে যায়বছরের এই মধ্যবর্তী সময়টি কৃষিক্ষেত্রে বাজেটের বিভিন্ন দিক ভেবে ব্যবস্থা নেয়ার মোক্ষম সময়এছাড়াও রাজনৈতিক দিক বিবেচনা করলে- জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নতুন কোনো দল ক্ষমতায় আসলে তারা বাজেট প্রণয়নের জন্য বেশকিছু মাস হাতে সময় পানএ সময় জনগণের আশা-আকাক্সক্ষার নানা প্রতিফলন বাজেটে তুলে আনার যথেষ্ট সুযোগ পায় সরকারি দলএদিকে অন্যান্য সময়ের থেকে বছরের এই সময়টি বাংলাদেশ রাজনৈতিকভাবে অনেকটাই স্থিতিশীল থাকেঅভ্যন্তরীণ এসব ব্যাপার ছাড়াও যুক্তরাজ্য ও পশ্চিমা অনেক দেশের সঙ্গে মিলিয়ে অর্থবছর ঠিক করলে ঋণের হিসাব সহজ হয়বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থবছর শুরু হয় জুলাই থেকে, সে হিসাবে বিশ্বব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই মাসকে অর্থবছর ধরলে উন্নয়নশীল দেশগুলোর জন্য সুবিধা হয়
এর আগে পাকিস্তান এপ্রিলকে তাদের অর্থবছরের প্রথম মাস হিসেব করলেও, বিশ্বব্যাংকের ঋণের আশায় পুনরায় জুলাই মাসকে অর্থবছরের প্রথম মাস ধরে হিসাব করা শুরু করেতবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, জুন মাসে বাংলাদেশে বর্ষাকাল শুরু হওয়ায় দেশের অনেক অঞ্চল পানির নিচে ডুবে যায়মাঝেমধ্যে দেখা দেয় ভয়াবহ বন্যাএমন সময়ে একটি অর্থবছরের শেষের দিকের অর্থ ও আগত আরেকটি অর্থবছরের অর্থ বরাদ্দ করতে ও ব্যবহার করতে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়এক্ষেত্রে অনেকেই বাংলাদেশের অর্থবছর যাতে ভারতের আদলে এপ্রিল থেকে শুরু করা হয়, এ বিষয়ে মতামত দেনএক্ষেত্রে আরেক দল বিশ্লেষক বলে থাকেন, বর্ষাকালে পূর্ত কর্মসূচি ঋতুর ওপর নির্ভরশীল হলেও অন্যান্য কার্যক্রম ঋতুর ওপরে নির্ভরশীল নয়এক্ষেত্রে অর্থ বরাদ্দের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নেয়া যতটা দায়ী, তার সিকিভাগ দায়ী নয় ঋতুর পরিবর্তনএক্ষেত্রে সরকার অবকাঠামোগত পরিবর্তন না আনলে, অর্থবছরের পরিবর্তন এনে কোনো লাভ হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা
অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে অর্থবছর কিভাবে পরিবর্তন করা যায়মূলত বাংলাদেশের অর্থবছর পরিবর্তন করতে হলে সংবিধানের ১০২(১) নং অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবেএকটি দেশের অর্থবছর তৈরিতে মূলত সাতটি ধাপ অনুসরণ করা হয়ে থাকে- বাজেট প্রাক্কলনের ফরম তৈরি ও নির্দেশনা, সংস্থাসমূহ কর্তৃক রাজস্ব ও ব্যয়ের প্রাক্কলন তৈরি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক এজেন্সিগুলোর চাহিদা পুনর্বিবেচনা ও একত্রীকরণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশ কেন্দ্রীয় সংস্থাসমূহে (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) প্রেরণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কেন্দ্রীয় সংস্থাসমূহের মধ্যে দরকষাকষি ও খসড়া বাজেট প্রণয়ন, মন্ত্রীসভা কর্তৃক খসড়া বাজেট চূড়ান্তকরণ ও সংশোধন এবং সর্বশেষ নির্বাহী বিভাগ কর্তৃক অনুমোদনের জন্য সংসদে বাজেট পেশবিশ্বের প্রায় প্রতিটি দেশ এই সাতটি মূলধারা মেনে চলে তাদের বাজেট প্রণয়ন করে থাকে
যদিও বিশ্বের একেক দেশের অর্থবছর একেক সময়ে শুরু হয়বিশ্বের দেড়শতাধিক দেশের অর্থবছর শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ীঅর্থাৎ জানুয়ারি মাসেই তাদের বাজেট ঘোষণা করা হয়এদের মধ্যে চীন, রাশিয়া, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, স্পেন, অস্ট্রিয়া, পর্তুগাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সুইডেন উল্লেখযোগ্যএসব দেশের অর্থবছর ১ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বরএপ্রিলের প্রথম দিন বাজেট বর্ষ শুরু হয় ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা ও  দক্ষিণ আফ্রিকায়শেষ হয় ৩১ মার্চযুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও থাইল্যান্ডে অর্থবছর শুরু হয় ১ অক্টোবরআর শেষ হয় ৩ সেপ্টেম্বর
অনেক দেশ মাসের মধ্যবর্তী তারিখ থেকে অর্থবছর শুরু করেএদের মধ্যে ইরান ২১ মার্চ থেকে ২০ মার্চ, ইথিওপিয়া ৮ জুলাই থেকে ৭ জুলাইইরানে অবশ্য হিজরি সন অনুযায়ী অর্থবছর হয়ে থাকেনেপালের অর্থবছর চলে বিক্রম ক্যালেন্ডার অনুসরণ করে, যা ১৬ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয়এছাড়াও বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকেআর শেষ হয় ৩০ জুন। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ