ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

লালমাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০২:৩১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০২:৩১:৪৫ অপরাহ্ন
লালমাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লালমাইয়ে ফারজানা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা আক্তার উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের (৩২) স্ত্রী। গত বুধবার দিবাগত রাত ১২টায় স্বামীর বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লালমাই থানা পুলিশ। জানা যায়, আট বছর পূর্বে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ পূর্বপাড়ার মৃত হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে একই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের মাখু মিয়ার মেয়ে ফারজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফাহিম (৬) ও ফারহান (৪) নামে দু’জন পুত্র সন্তান রয়েছে। নিহতের স্বামী প্রবাসে থাকায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হতো বলে জানায় নিহতের পরিবার। গত বুধবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ছেলে ফারহানের চিৎকার শুনে পাশের রুম থেকে নিহতের বৃদ্ধা শাশুড়ি ও জা দৌড়ে এসে দেখে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফারজানার লাশ ঝুলে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে নিহতের পরিবারের দাবি, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ফারজানা মায়ের সাথে ফোনে কথা বলেছে। সে আত্মহত্যা করার কথা নয়। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে হয়তো মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।
থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটা আত্মহত্যা করেছে। নিহতের থাকার ঘরের দরজা ভিতর থেকে তালা লাগানো ছিল। পরে নিহতের ছেলের মাধ্যমে ভিতর থেকে চাবি এনে দরজা খুলে ভিতরে প্রবেশ করি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, গৃহবধূর মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ