ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি
শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার

অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে
চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেয়া হয়েছিল


ঢাকার ধানমন্ডির ‘বাংলাদেশ আই হসপিটালে’ শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচারের’ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা তুলে ধরে বলেছে, শিশুটির কোনো চোখেই ‘অস্ত্রোপচার করা হয়নি’।
গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনও ডেকেছে বাংলাদেশ আই হসপিটাল কর্তৃপক্ষ।
দেড় বছর বয়সী শিশুটির বাম চোখের বদল ডান চোখে অস্ত্রোপচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক সাহেদ-আরা বেগমকে বুধবার রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী মেজবাহুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইরতিজা আরিজ হাসান নামে ১৮ মাস বয়সী শিশুটিকে চোখের চিকিৎসার জন্য শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদ-আরা বেগমের কাছে আনা হয়।
চিকিৎসক শিশুটির চোখের পাতার নিচে চোখের পাপড়ি ও কর্নিয়ার উপরের পর্দায় ক্ষতের (কর্নিয়াল অ্যাব্রাসন) অস্তিত্ব খুঁজে পান। এতে শিশুটির চোখের কর্নিয়ার ক্ষতির কারণ হতে পারে, তাই তা বের করে আনার পরামর্শ দেন।
চিকিৎসাটি কোনো অস্ত্রোপচার ছিল না দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট শিশু, তাই আউটডোরে তার চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দুই চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে চোখের পাপড়ি সরিয়ে দেন। পরবর্তীতে শিশুটির মা-বাবার কথার ভিত্তিতে বাম চোখ পুনরায় পরীক্ষার জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং বাম চোখ থেকেও চোখের পাপড়ি বের করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এটি এই ধরনের চিকিৎসার স্বীকৃত ও প্রচলিত পদ্ধতি, যা কোনো অস্ত্রপচার বা অপারেশন নয়।
পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থা যথাযথ অনুসরণ করা হলে শিশুটির চোখের কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ আই হসপিটাল বলছে, বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল অস্ত্রোপচার’ হয়েছে বলে রোগীর স্বজনদের বরাতে দাবি করা হয়েছে। ‘যা অত্যন্ত অনাকাঙ্খিত’।
এই প্রতিবেদনে রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ জন্য ‘সঠিক তথ্য’ তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ