ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’
শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার

অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৬:০৪:২৮ অপরাহ্ন
অস্ত্রোপচার নয় চোখের পাতার নিচ থেকে পাপড়ি সরানো হয়েছে
চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেয়া হয়েছিল


ঢাকার ধানমন্ডির ‘বাংলাদেশ আই হসপিটালে’ শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচারের’ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা তুলে ধরে বলেছে, শিশুটির কোনো চোখেই ‘অস্ত্রোপচার করা হয়নি’।
গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনও ডেকেছে বাংলাদেশ আই হসপিটাল কর্তৃপক্ষ।
দেড় বছর বয়সী শিশুটির বাম চোখের বদল ডান চোখে অস্ত্রোপচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক সাহেদ-আরা বেগমকে বুধবার রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী মেজবাহুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ইরতিজা আরিজ হাসান নামে ১৮ মাস বয়সী শিশুটিকে চোখের চিকিৎসার জন্য শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. সাহেদ-আরা বেগমের কাছে আনা হয়।
চিকিৎসক শিশুটির চোখের পাতার নিচে চোখের পাপড়ি ও কর্নিয়ার উপরের পর্দায় ক্ষতের (কর্নিয়াল অ্যাব্রাসন) অস্তিত্ব খুঁজে পান। এতে শিশুটির চোখের কর্নিয়ার ক্ষতির কারণ হতে পারে, তাই তা বের করে আনার পরামর্শ দেন।
চিকিৎসাটি কোনো অস্ত্রোপচার ছিল না দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোট শিশু, তাই আউটডোরে তার চিকিৎসা সম্ভব নয় বিধায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দুই চোখ পরীক্ষা করে প্রথমে ডান চোখ থেকে চোখের পাপড়ি সরিয়ে দেন। পরবর্তীতে শিশুটির মা-বাবার কথার ভিত্তিতে বাম চোখ পুনরায় পরীক্ষার জন্য অপারেশন রুমে নিয়ে যান এবং বাম চোখ থেকেও চোখের পাপড়ি বের করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চোখের উপরিভাগের ঘর্ষণজনিত সমস্যা দ্রুত নিরাময়ের জন্য ওই শিশুটির চোখ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। এটি এই ধরনের চিকিৎসার স্বীকৃত ও প্রচলিত পদ্ধতি, যা কোনো অস্ত্রপচার বা অপারেশন নয়।
পরবর্তী সময়ে চিকিৎসা ব্যবস্থা যথাযথ অনুসরণ করা হলে শিশুটির চোখের কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ আই হসপিটাল বলছে, বিষয়টি নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুল অস্ত্রোপচার’ হয়েছে বলে রোগীর স্বজনদের বরাতে দাবি করা হয়েছে। ‘যা অত্যন্ত অনাকাঙ্খিত’।
এই প্রতিবেদনে রোগীর সাথে সংশ্লিষ্টদের ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রকৃত ঘটনাকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ জন্য ‘সঠিক তথ্য’ তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ