ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে
ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ড

ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার সেফটি প্ল্যানও

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০২:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০২:৫৯:৩৯ অপরাহ্ন
ভবনের ভেতরে দাহ্য বস্তু, ছিল না ফায়ার সেফটি প্ল্যানও
রাজধানীর হাজারীবাগে ট্যানারি কাঁচাবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরের দিকে ভবনটিতে আগুন লাগে, ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছয় তলায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন।
জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ফিনিক্স ট্যানারি লিমিটেডের চামড়া ও চামড়াজাত কেমিক্যাল মজুদ রাখা ছিল। এছাড়াও চামড়া ও জুতার দোকান রয়েছে। ভবনটির পাঁচ ও ছয়তলায় আগুন লাগে। এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, এই ভবনে ৫০-৬০টা ছোট ছোট কারখানা আছে। এসব কারখানায় চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট তৈরি করা হয়। গতকাল শুক্রবার হওয়ার সব কারখানা বন্ধ ছিল। দুপুরে জুমার নামাজের পরে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ভবনটির পাঁচতলায় আগুন লাগে। পরে চারতলা ও ছয়তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটিতে থাকা প্রায় ২৫টির বেশি কারখানা পুড়ে গেছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালের এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল। এদিকে শুক্রবারের আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকার অবকাঠামোগতভাবে ঘিঞ্জি এলাকার জন্য ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আপনারা দেখেন, আমাদের টিটিএল (টার্ন টেবল লেডার) পড়ে আছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ভবনটির ভেতর থেকে কাজ করতে হয়েছে। বাইরের দিক থেকে যে কাজ করার কথা, সেটি করা সম্ভব হয়নি। কারণ টিটিএল বসানোর মতো অবস্থা এখানে নেই। আগুন নেভাতে পানিরও সঙ্কটে পড়তে হয়েছে ফায়ার ফাইটারদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পানির সঙ্কট ছিল, অবশ্যই। আমাদের বিশেষ পানিবাহী গাড়ি এসেছে। আমরা পুরান ঢাকা, হাজারীবাগের মতো এলাকাগুলোতে পানির সঙ্কটে ভুগি। এজন্য আমরা যখন আসি, তখন বিশেষ পানিবাহী গাড়ি সঙ্গে করেই নিয়ে আসি। ভবনটির পেছনের অংশে ফায়ার ফাইটাররা যেতেই পারেননি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতেও অনেক সময় লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তাজুল ইসলাম চৌধুরী বলেন, কনজাস্টেড জায়গা, আপনারাও দেখছেন। কাজ যতটুকু করতে পেরেছি ভবনের ভেতরের দিক দিয়ে। বাইরে থেকে খুব বেশি করা যায়নি। এটা এই এলাকার যে সেটাপ (অবকাঠামোগত গঠন), সেটার ব্যর্থতা। ফায়ার ফাইটাররা ভেতরে কাজ করতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছিলেন বলেও জানান তিনি। তাদের বারবার বাইরে থেকে এসে শ্বাস নিয়ে যেতে হচ্ছিল, উল্লেখ করেন তিনি। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, যা ছিল যৎসামান্য। দুয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আমরা তেমন কিছুই দেখি নাই। কিছু এক্সটিংগুইশার আছে, তবে আরও কোনও ব্যবস্থা ছিল কিনা, এখন দেখলে জানা যাবে। এর আগে গতকাল শুক্রবার দুপুরের দিকে ভবনটিতে আগুন লাগে, ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাত তলা ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছয় তলায় ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র‌্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তায় করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স