ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

আমতলীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:০৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:০৯:২৫ অপরাহ্ন
আমতলীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে  অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ
এস এম সুমন রশিদ,আমতলী( বরগুনা) প্রতিনিধি
আমতলীর গুলিশাখালি কালিবাড়ি ন.ম.ম আমজাদিয়া আলিম মাদ্রাসার সুপার কতৃক ওই মাদরাসার অনুমতি ছাড়াই  ৮টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এতে সরেজমিনে গিয়ে জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী  ইউনিয়নের কালিবাড়ি গ্রামের ন.ম.ম  আলিম মাদ্রাসাটি অবস্থিত। এ মাদ্রাসাটি সুনামের সাথে পরিচিতি রয়েছে।
গত ৬/১/২৫ ইং তারিখ ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. আলি হোসেন ৮ টি মেহগনি গাছ  কেটে ফেলেছেন এমনটাই অভিযোগ করেছেন  ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মো. নুরুল হক হাওলাদার।
এতে মাদ্রাসার জমিদাতা ও সাবেক সভাপতি মো.নুরুল হক হাওলাদার  বাদি হয়ে গত ১৩/১/২৫ তারিখ আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।যাহার ডকেট নং১৮৪-১৩/১/২৫।
অভিযোগ সুত্রে জানাগেছে,এই প্রতিষ্ঠানটির পুরণো শ্রেণীকক্ষ সংস্কার ও নতুন শ্রেণীকক্ষ নির্মাণের অজুহাত দেখিয়ে ম্যানিজিং কমিটির কোন রেজুলেশান ছাড়াই মাদ্রাসার অধ্যক্ষ মো. আলি হোসেন ৮টি মেহগনি  গাছ কেটেছেন।
এ বিষয়ে  মাদ্রাসার অধ্যক্ষ মো. আলি হোসেন  জানান, মাদ্রাসার নতুন ঘর তৈরী করা প্রয়োজন। তাই গাছগুলো কাটা হয়েছে বলে শুনেছি। তিনি গাছগুলো কাটেননি।  কারণ গাছ কাটার অনুমতি পেতে অনেক সময় লাগে। তাই শ্রেণীকক্ষ সংকট থাকায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার কথা চিন্তা করেই হয়তো গাছগুলো কাটা হয়েছে বলে জানান তিনি।
মাদ্রাসার ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি ও জমিদাতা মো.নুরুল হক হাওলাদার  বলেন,আমি বাদি হয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি।তিনি নিয়ম নীতি তোয়াক্কা না করে এসব কর্মকান্ড করে থাকেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা যাবে না। এটা একটি বড় ধরণের  অপরাধ। তবে অভিযোগ পেয়েছি খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য