ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’ বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি সাড়ে ১৭ লাখ টাকা লুট ৩৯৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি মৃত্যু একজনের ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীত প্রাথমিকে প্রধান শিক্ষকের ২৩৮২ পদে দ্রুত নিয়োগে পিএসসিতে চিঠি ভুয়া র‌্যাবকে ধরল আসল র‌্যাব, উদ্ধার ২ ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মডেল মেঘনার জব্ধকৃত মালামাল ফরেনসিক রিপোর্ট তৈরির আদেশ সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস ওয়ারড্রব ম্যালফাংশনের শিকার হলেন জেনিফার লোপেজ এবার প্রাক্তন স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তিতে ‘চোখ’ কারিশমার অক্ষয় কুমারের ফিটনেস রহস্য ফাঁস! বিপাকে রাজকুমার! জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

গলায় ছুরি বসিয়ে ডাকাতির চেষ্টা, আটক দুই

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৯:০৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৯:০৩:৫৩ অপরাহ্ন
গলায় ছুরি বসিয়ে ডাকাতির চেষ্টা, আটক দুই
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা সদরের সবুজ বাগ এলাকার বাসিন্দা আনোয়ার মুন্সির বাড়িতে ঢুকে, তার স্ত্রীকে একা পেয়ে গলায় ছুরি বসিয়ে ডাকাতির চেষ্টা। গত শুক্রবার সন্ধ্যায় রাহেলা বেগমের স্বামীর পেনশনের টাকা উত্তোলনের খবর পেয়েই এই ঘটনা। এ সময় ২ জন নারী (ছিনতাইকারী) বোরকা ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় আটক করা হয়েছে।
আটকৃতরা হলে- একই এলাকার বাসিন্দা মো. আলা উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৩৬) ও খাগড়াছড়ি সদর গোলাবাড়ি ইউপি, ৩ নং ওয়ার্ড, কৈবল্যপিঠ এলাকার মো. আইয়ুবের স্ত্রী, আব্দুল লতিফের মেয়ে মুক্তা আক্তার (২১)।
রাহেলা বেগম জানান, পারুল বেগম আমার বাসায় নিয়মিত যাতায়াত করতো সুবাদে আমার স্বামীর পেনশন তথ্য জানতে পারেন, সে সন্ধ্যা নেমে এলে প্রসাব করার কথা বলে মুক্তা আক্তারকে সাথে নিয়ে বোরকা ও মুখে মাস্ক পরিহিত আমার ঘরে প্রবেশ করে।
দুইজনই প্রসাব করবে বলে ঘরের ভিতর টয়লেটে যায়। এই সুযোগে উক্ত ২ নারী তাদের হাতে হ্যান্ড গ্লাভস পরে আমাকে দুই পা টান দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ঝাপটাইয়া ধরে। একপর্যায়ে তারা ওড়না দিয়ে জোরপূর্বক আমার দুই হাত এবং ওড়না দিয়ে মুখ  বেঁধে ফেলে। তারা এলোপাতাড়ি কিল, ঘুষি মারে এবং ধারালো ছুরি গলায় ঠেকিয়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে যে, ঘরের কোথায় টাকা আছে বল, যদি না বলিছ, তাহলে ধারালো চাকু দিয়ে প্রাণে মেরে ফেলবো। এতে আমি প্রাণ ভয়ে আলমিরার ভিতরে জমি বিক্রয় বাবদ নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা রক্ষিত আছে মর্মে বলে দেয়। তখন ছিনতাইকারীরা আলমিরার তালা ভেঙে রক্ষিত থাকা টাকা নিয়ে নেয়। এছাড়াও ছিনতাইকারীরা আমাকে মারধর করে তার গলায় থাকা ৮ আনা ওজনের ১টি স্বর্ণের চেন এবং ০১টি স্বর্ণের নাকফুল, ছিনিয়ে নিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে চলে যায়। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ  বলেন, উক্ত ঘটনায় স্থানীয়দের সহায়তায় তাদের পুলিশ আটক করেন। তাদের কাছ থেকে ১৮০০০ টাকা উদ্ধার হয়েছে ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি হ্যান্ড গ্লোভস, একটি মাস্ক, ০২টি বোরকা, হিজাব ক্যাপ, একটি ওড়না, ১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে। ১৮ জানুয়ারি আটককৃতদের বিরুদ্ধে ৩৯৪ ধারায় সদর থানার মামলা হয়েছে, মামলা নং-০৬, পেনাল কোড রুজু করত. আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য