ঢাকা , শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫ , ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পরিবর্তন আসছে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনায় সবাইকে ছাতার নিচে আনতে ভিত গড়ছে ঐকমত্য কমিশন জুনে ৩২৪টি রাজনৈতিক মিথ্যা তথ্য শনাক্ত : সিজিএস অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে-দেবপ্রিয় ভট্টাচার্য গাজীপুরে আসন বাড়ছে কমছে বাগেরহাটে : ইসি ৩৯টি সংসদীয় আসনে আসছে পরিবর্তন : ইসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ১৫ সদস্যের কমিটি শান্তি মিশনে মানের দিক থেকে শীর্ষস্থানে বাংলাদেশ সেনাবাহিনী-মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ায় ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড জুলাইয়ের আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে-মুক্তিযোদ্ধা উপদেষ্টা সবুজায়ন স্বপ্নে খরা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ সড়কে আলু ফেলে নওগাঁর কৃষকদের মানববন্ধন রাজধানীতে মাসে ২০টিরও বেশি হত্যা ও ৫টি ডাকাতি হচ্ছে রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক-এফডিআর নথি উদ্ধার এনসিপির সমাবেশে হামলায় আরেক মামলা আসামি সাড়ে ৫ হাজার তাবলীগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি : ধর্ম উপদেষ্টা ভয়াবহতার মূলে এডিস মশার অস্বাভাবিক প্রজনন

ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ১২৩৫ কোটি টাকা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ১০:৪০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ১০:৪০:৩৬ অপরাহ্ন
ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ১২৩৫ কোটি টাকা ডিএসইর বাজার মূলধনে যোগ হলো ১২৩৫ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার
সূচকের বড় উত্থান-পতনের মধ্যদিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে এক হাজার ২৩৫ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে .১৭ শতাংশ বা এক হাজার ২৩৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে লাখ হাজার ২৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে মূলধন ছিল লাখ হাজার ৭৯১ কোটি টাকা। গত সপ্তাহের চেয়ে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫.৪০ পয়েন্ট বা .৮১ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ১০.১৪ পয়েন্ট বা .৮২ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে .৩৮ পয়েন্ট বা .৩৭ শতাংশ। সূচকের বড় উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে হাজার ৮০২ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল হাজার ৮২৩ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেন বেড়েছে হাজার ৯৭৮ কোটি ৯৯ লাখ টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৬.০৭ শতাংশ বা ২৫৪ কোটি ৬১ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪০টি কোম্পানির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক .১২ শতাংশ সিএসসিএক্স সূচক .১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ২৩১.৮৬ পয়েন্ট হাজার ৭৭১.৫২ পয়েন্ট। এছাড়া সিএসআই সূচক .০৭ শতাংশ, সিএসই-৩০ সূচক .৫৮ শতাংশ সিএসই-৫০ সূচক .৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৭.৮৬ পয়েন্টে, ১২৪৩১.৫১ পয়েন্টে ১১৪৩.৬১ পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৫৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য