ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

সিরিজের শেষ ম্যাচে জয় পেল রাজার দল

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ০৯:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ০৯:৪১:১৪ অপরাহ্ন
সিরিজের শেষ ম্যাচে জয় পেল রাজার দল সিরিজের শেষ ম্যাচে জয় পেল রাজার দল
স্পোর্টস ডেস্ক
পায়ে ক্র্যাম্প করার ঠিকমতো দৌড়াতে পারছিলেন না সিকান্দার রাজাকিন্তু হৃদয়ে ছিল সাহস, আর পেশিতে জোরদারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন করলেন জিম্বাবুয়ে অধিনায়কমাঠ ছাড়ার সময় দর্শকদের অভিনন্দনের জবাবও দিলেন তিনি ব্যাট ও হেলমেট উঁচিয়েতার দল যদিও হেরে গেছে প্রথম চার ম্যাচে, কিন্তু শেষ ম্যাচে এমন দাপুটে জয়ের পর এইটুকু উচ্ছ্বাস দেখানোই যায়! বাংলাদেশ টানা চারটি ম্যাচ জিতলেও পারফরম্যান্সে পড়েনি প্রত্যাশার প্রতিফলনব্যাটে-বলে ঘাটতির জায়গা ছিল অনেক, জয়ের ধরনে ছিল অস্বস্তিশেষ ম্যাচে তাই দলের কাছে চাওয়া ছিল পারফরম্যান্সের পূর্ণতাকিন্তু হলো উল্টোব্যাটে-বলে যে দাপট আর বড় জয় প্রত্যাশিত ছিল বাংলাদেশের কাছে, ঠিক সেভাবেই জিতে গেল জিম্বাবুয়েসিরিজের শেষ ম্যাচে রাজার দল জয় পায় ৮ উইকেটেমিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ১৫৭ রানে আটকে রেখে জিম্বাবুয়ে জিতে যায় ৯ বল বাকি রেখেই৪৬ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন রাজাতবে জিম্বাবুয়ের জয়ের আরেক নায়ক ব্রায়ান বেনেটঅফ স্পিনে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫টি করে ছক্কা ও চারে ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন তরুণ অলরাউন্ডারসকাল ১০টায় শুরু ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তিন উইকেট হারায় দ্রুতইআগের ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়া সৌম্য সরকার ও তানজিদ হাসান এবার পারেননি জুটি জমিয়ে তুলতেম্যাচের প্রথম ওভারে যদিও সিকান্দার রাজার বলে স্লগ সুইপে ছক্কায় শুরু করেন সৌম্যতবে পরের ওভারেই ব্লেসিং মুজারাবানি ফেরান তানজিদকে (৫ বলে ২)পরের ওভারে ব্রায়ান বেনেটের অফ স্পিনে পয়েন্টে ক্যাচ ধরা পড়েন সৌম্য (৭ বলে ৭)
বেনেট পরের ওভারে যখন উইকেটের পেছনে ধরা পড়েন তাওহিদ হৃদয় (৬ বলে ১), বাংলাদেশ তখন ধুঁকছে ১৫ রানে ৩ উইকেট হারিয়েমাহমুদউল্লাহর উদ্ধার-পর্ব শুরু হয় সেই ওভার থেকেইটানা তিনটি বাউন্ডারি মারেন তিনি সুইপ, ড্রাইভ ও কাট শটেনাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়ে ওঠে তার জুটিশান্তর শুরুটা ছিল একদমই মন্থরপরে ফারাজ আকরামের বলে তিনটি বাউন্ডারিতে তিনিও কিছুটা বাড়ান রানের গতিদুজনই যখন বেশ দ্রুততায় রান তুলছেন, তখন শান্তর বিদায়ে ভাঙে জুটিবাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার মাথার ওপর দিয়ে ছক্কা মারার পরের বলেই সুইপে ছক্কার চেষ্টায় বাংলাদেশ অধিনায়ক আউট হয়ে যান ২৮ বলে ৩৬ রান করেবেনেটের বলে ছক্কা মেরে রানের গতি ধরে রাখার চেষ্টা করেন মাহমুদউল্লাহকিন্তু পরের সময়টাতেই কিছুটা খেই হারান তিনিপ্রত্যাশিত দ্রুততায় ছুটতে পারেননি সাকিব আল হাসানওশন উইলিয়ামসের বলে একটি ছক্কা মারলেও সাকিব পরে আউট হন ১৭ বলে ২১ রান করেমাহমুদউল্লাহ ফিফটি করেন ৩৬ বলেকিন্তু ইনিংসকে গতি দিতে পারেননি এরপরএকসময় ২৬ বলে তার রানছিল ৪৩পরের ১৮ বলে রান করতে পারেন তিনি কেবল ১১বাংলাদেশে তখন দেড়শ হওয়া নিয়েই টানাটানিজাকের আলির ক্যামিওতে শেষ পর্যন্ত শেষ দুই ওভারে ২৯ রান তুলতে পারে দলদুই ছক্কায় ১১ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জাকেরজিম্বাবুয়ের রান তাড়ার শুরুটা হয় বেনেটের ঝড় দিয়েপাওয়ার প্লেতে শেখ মেহেদির দুই ওভারে তিনটি চার দুটি ছক্কা মারেন তিনিচার ওভারে জিম্বাবুয়ে তোলে ৩৮ রানতাতে বেনেটের রানই ছিল ৩৬আরেক ওপেনার টাডিওয়ানাশে মারুমানিকে ১ রান করে উইকেট উপহার দেন সাকিবকেতবে সিকান্দার রাজাকে সঙ্গী করে দলকে এগিয়ে নেন বেনেট১০ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ৬২পরে রান বাড়তে থাকে দ্রুতবেনেট ফিফটিতে পা রাখেন ৩৬ বলেরাজা শুরুতে সময় নেন কিছুটাপরে সাইফ উদ্দিনের টানা দুই বলে মারেন ছক্কা ও চাররিশাদের এক ওভারে ছক্কা মারেন দুজনইদুজনের ব্যাটে শতরান পেরিয়ে যায় জিম্বাবুয়েসাকিবকে সাবধানে খেলে পার করে দেন তারাতার চার ওভার থেকে রান আসে কেবল ৯এই জুটি ভাঙে ১৫ ওভার পেরিয়েসাইফ উদ্দিনের শর্ট বল আকাশে তুলে বেনেট ফেরেন ৭০ রানেতবে জিম্বাবুয়ের জিততে কোনো সমস্যা হয়নিসাইফের ওই ওভারে দুটি চার মেরে চাপ সরিয়ে দেন রাজাসাইফের পরের ওভারেই টানা তিন বলে দুটি ছক্কা ও এক চারে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনিশেষ পথটুকুতেও দলের ভরসা হয়ে থাকেন তিনিঅলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা হন যদিওব্রায়ান ব্রেনেট
শেষ ম্যাচে না খেললেও প্রথম চার ম্যাচে আট উইকেট নিয়ে সিরিজ সেরা তাসকিন আহমেদসংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২০ ওভারে ১৫৭/৬ (তানজিদ ২, সৌম্য ৭, শান্ত ৩৬, হৃদয় ১, মাহমুদউল্লাহ ৫৪, সাকিব ২১, জাকের ২৪*, সাইফ উদ্দিন ৬*; রাজা ৪-০-২৬-০, মুজারাবানি ৪-১-২২-২, বেনেট ৩-১-২০-২, আকরাম ২-০-২০-০, মাসাকাদজা ২-০-২৩-১, জঙ্গুয়ে ৪-০-৩৩-১, উইলিয়ামস ১-০-১২-০)
জিম্বাবুয়ে: ১৮.৩ ওভারে ১৫৮/২ (বেনেট ৭০, মারুমানি ১, রাজা ৭২*, ক্যাম্পবেল ৭*; মেহেদি ২.২-০-৩০-০, সাকিব ৪-০-৯-১, সাইফ উদ্দিন ৪-০-৫৫-১, মুস্তাফিজ ৩-০-১৮-০, রিশাদ ৪-০-৩৩-০, সৌম্য ১-০-১০-০)
ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ব্রায়ান বেনেট
ম্যান অব দা সিরিজ:তাসকিন আহমেদ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য