ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌসের দাফন সম্পন্ন জাকসুর ফল প্রকাশে বিলম্ব ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে-প্রেস সচিব বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে সরকারি মাধ্যমিক শিক্ষকদের প্রবেশ পদ ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি রোড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে-বাণিজ্য উপদেষ্টা স্বস্তি নেই সবজির দামে নিত্যপণ্যের দাম চড়া রাজনীতিতে নতুন সমীকরণ বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

অনুশীলনে ফিরলেন সাকিব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ১০:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ১০:১৮:২৭ অপরাহ্ন
অনুশীলনে ফিরলেন সাকিব অনুশীলনে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
পুরস্কার বিতরণ শেষে ট্রফি নিয়ে তখন দলীয় ছবি তোলার পালাহাসি মুখে ছবির জন্য পোজ দিলেন ক্রিকেটাররাসেখানে একটু ব্যতিক্রম দেখা গেল সাকিব আল হাসানকেঅন্যান্যের গায়ে অনুশীলন পোশাক থাকলেও ফটোসেশনে এলেন মূল জার্সি গায়ে, তার পায়ে ব্যাটিং প্যাডম্যাচ শেষ হতেই আবার কেন ব্যাটিংয়ের সাজে তিনি, বোঝা গেল কিছুক্ষণ পরসতীর্থরা ড্রেসিং রুমে ফেরার পর ব্যাট, হেলমেট নিয়ে সেন্টার উইকেটে নেমে গেলেন সাকিবব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বিসিবির এক টিমবয়কে সঙ্গে নিয়ে দুই দফায় তিনি প্রায় ঘণ্টাখানেক করলেন অনুশীলনবিভিন্ন স্টান্স ও হেড পজিশনে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলেন নিজের ব্যাটিংজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বল হাতে বরাবরের মতোই সপ্রতিভ ছিলেন সাকিবদুই ম্যাচ মিলিয়ে ওভারপ্রতি ৬ রানের কম খরচায় তার শিকার ৫ উইকেটকিন্তু ব্যাটিংয়ে তিনি পারেননি সেরা ছন্দে ফিরতেদুই ম্যাচেই তার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপগত শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ব্রায়ান বেনেটের সোজা যাওয়া ডেলিভারি ভুল লাইনে খেলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন সাকিবশেষ ম্যাচে রোববার বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসের বলে একটি ছক্কা মারলেও বাকি সময় ক্রিজে তেমন সাবলীল ছিলেন না সাকিবশেষ পর্যন্ত ফ্লিক করার চেষ্টায় ব্যাটের সামনের কানায় লেগে ক্যাচ আউট হন তিনিদুই ম্যাচ মিলিয়ে করেন ২০ বলে ২২ রানগত বছর থেকে বয়ে চলা চোখের সমস্যার প্রভাব এই সিরিজেও ফুটে উঠেছেদুটি ম্যাচেই তার ব্যাটিং স্টান্স ও হেড পজিশন ছিল নড়বড়েঅনুশীলনের প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেছেন সাকিব নিজেইপুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা শেষ হতেই ব্যাটিং অনুশীলনে নেমে যান তিনিপ্রথম দফায় প্রায় ৪০ মিনিট থ্রো ডাউনে ব্যাটিং করেননেট সেশন শুরুর আগে শান্তর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকেকয়েকটি ভিন্ন স্টান্সে ব্যাটিং করতেও দেখা যায় তাকেপ্রথম দফায় লম্বা সময় ব্যাট করে ১৫ মিনিট বিরতির নিয়ে দ্বিতীয় দফায় ১৫ মিনিটের বেশি অনুশীলন করেন তিনিএবার কখনও সামনের পায়ে বেশি ভর দিয়ে চেষ্টা করেন শট খেলারকখনও পেছনের পা একই জায়গায় আটকে রেখে খেলেন অফ সাইডের বলতবে হেড পজিশন নিয়ে তাকে খুব স্বস্তিতে দেখা যায়নিচোখের সমস্যার পর থেকেই এই বদলটা দেখা যাচ্ছেএই সমস্যা গত বছরের বিশ্বকাপ থেকেই বলে চলেছেন সাকিবপরে চলতি বছরের শুরুতে বিপিএলে নতুন স্টান্সে ব্যাটিং শুরু করেন তিনি
যেখানে বারবার ঝুলে যায় তার মাথাবল ঠিকঠাক দেখার জন্য মাথার অবস্থানও দেখা যায় ভারসাম্যহীন অবস্থায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য