ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেয়া হবেÑ আদিলুর

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১০:০১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১০:০১:২৪ পূর্বাহ্ন
মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদেরও দায়িত্ব নেয়া হবেÑ আদিলুর
অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে, জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে। এর জন্য আলাদা অধিদফতর তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।’গতকাল রোববার সন্ধ্যার কিছুক্ষণ আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানে যারা অপরাধী, সেই অপরাধীদের বিচার। অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তবর্তীকালীন সরকার। তবে বিচারের প্রশ্নে তড়িঘড়ি করলে সঠিক হয় না। আবার দীর্ঘসূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয়।’ তিনি বলেন, ‘শহীদ ও আহত পরিবারগুলোর অনেক আকাক্সক্ষা এখনও অবাস্তবায়িত রয়ে গেছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে। তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানের সহিংসতায় নিহত মুন্সীগঞ্জের ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ