ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল ১২শ যাত্রী

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১০:১২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১০:১২:৫১ পূর্বাহ্ন
গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল ১২শ যাত্রী
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী একটি ট্রেন থেমে যায়। এ কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে। স্থানীয়রা জানান, মাত্র আধা ঘণ্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পায় ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে সিøপার লক ভেঙে সরে গেছে। রেলের নিরাপত্তা কর্মীরা ঐ এলাকা অতিক্রমকালে ঘটনাটি দেখতে পায়। নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেয়। তারা উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানায়। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোন বার্তা পায়নি। দ্রুতগামী বনলতা এক্সপ্রেস ট্রেন মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পায়। বিপদ বুঝতে পেরে ট্রেনের লোকমাস্টার ব্রেক করে সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ১২০০ যাত্রীর প্রাণ। বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বেলা ২টা ৩০ মিনিটের সময় ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ঘটনা জানা যায়। তিনি বলেন, কীভাবে রেললাইনের সিøপারের লক খুলে বাঁকা হয়ে সরে গেল সেটি বুঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন আসলে বিস্তারিত জানা যাবে। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি জানান, এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ