ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ হয়েছে-আলী রীয়াজ মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে কোটি কোটি টাকার বাণিজ্য ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন রাস্তায় অভিনেতাকে সিদ্দিককে গণপিটুনি কারিগরি শিক্ষার্থীরা যা শিখছেন, চাকরির বাজারে তার চাহিদা নেই -সিপিডি আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের প্রস্তুতি চলছে : সিইসি জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে গড়িমসি অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে -নেতাকর্মীদের ফখরুল সভ্য হতে হলে প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান বইপ্রেমী এক ডিসির গল্প গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বার মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই বোন ই-৮ ভিসায় দক্ষিণ কোরিয়ায় গেলেন ২৫ কর্মী পুলিশের জন্য ১৭২ কোটি টাকায় কেনা হবে ২০০ জিপ সামাজিক সুরক্ষায় যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার উপকারভোগী ফ্যাসিস্টদের পুনর্বাসনে লিপ্ত থাকার অভিযোগ গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি বিলিয়ন ডলার নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

আবারও বিতর্কের জড়ালেন উর্বশী

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৯:৫৪:৫৫ অপরাহ্ন
আবারও বিতর্কের জড়ালেন উর্বশী
বিনোদন ডেস্ক
একের পর এক বিতর্কের জালে জড়িয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। ‘ডাকু মহারাজ’ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তারপরেই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনাতেও তার মন্তব্যের ব্যাপক সমালোচনা হয়েছে। নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করে বলছেন, উর্বশী দেখতে সুন্দর হলেও তার বুদ্ধি নেই। যাকে এককথায় বলা হয়, ‘বিউটি উইথ নো ব্রেন’। তবে এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান। তাদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়ে না। তাহলে বলুন, কী করা যায়?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে। উর্বশীর দাবি, তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে, বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন তাকে। তবে সাইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের ওপর হামলা হয়েছিল মধ্যরাতে। তারপরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনো গোটা বিষয়টা তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। এছাড়া ‘ডাকু মহারাজ’ ছবিতে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের ‘দাবিডি দিবিডি’ নাচ নিয়েও নিন্দা হয়েছে। সেই নাচকে ‘অশালীন’ বলেও দাবি করেছেন অনেকে। তবে এ সবে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি মনে করেন, নরেন্দ্র মোদি বা শাহরুখকেও মানুষ ছাড়ে না। তাহলে তাকে কেউ কেন রেহাই দেবে!
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ