ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মানানা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমতলীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে আমতলীতে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রি করার মহোৎসব ইশরাক-কায়কোবাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ করেছে আসিফ প্রতীকী মূল্যে সরকারি সম্পত্তি কাউকে দেওয়া হবে না-অর্থ উপদেষ্টা আমরা সংস্কারকে ভয় পাই না স্বাগত জানাই-মির্জা ফখরুল মবতন্ত্র দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে-গণসংহতি প্রেস কাউন্সিলে নতুন কমিটি, ১২ জনকে অন্তর্ভুক্ত বাস-ট্রাক চালকদের ভালো স্বাস্থ্য আমাদের সবার জন্য জরুরি ডানপন্থী রাজনীতিতে বেড়েছে দৃশ্যমানতা জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে কোটি টাকা হিসাবধারীর সংখ্যা বেড়েছে জলবায়ু পরিবর্তন-খাদ্য সংকটে হুমকিতে সুন্দরবনের বাঘ জুলাই সনদের খসড়ায় আপত্তি জানিয়েছে এনসিপি-জামায়াত বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না -আইন উপদেষ্টা নৈরাজ্যের শঙ্কা দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, ডুবছে ঝুলন্ত সেতু ৯ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৬ ‘খোলা জানালা’ সেবা চালু করেছে ‘ডিআরইউ’
বাণিজ্য মেলা-প্রতিদিন

নেই জনসমাগম বাড়ছে না সময়

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৪৩:৪০ পূর্বাহ্ন
নেই জনসমাগম বাড়ছে না সময়
পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসর। মেলার শেষদিকে এসে জনসমাগম নেই বললেই চলে। ছুটির দিনে ভিড় থাকলেও অন্যান্য দিন তেমন ক্রেতারা আসছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। গতকাল মঙ্গলবার সরেজমিনে বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলা শেষ হওয়ার ৩ দিন বাকি থাকলেও মেলা প্রাঙ্গণ প্রায় শূন্য। ক্রেতাদের তেমন দেখা মিলছে না। এদিকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, সময় বাড়ছে না, ফলে যথাসময়ে শেষ হবে মেলা। মেলা ঘুরে দেখা যায়, মূল ভবনের হল ‘এতে কিছু মানুষের দেখা পাওয়া গেলেও হল ‘বি’ ছিল প্রায় খালি। মূল ভবনের বাইরেও একই চিত্র। খাবারের দোকানগুলোতে কিছুটা ভিড় দেখা গেলেও অন্যান্য দোকানগুলো ছিল খালি। কুড়িল থেকে বিআরটিসি শাটল বাসে সরাসরি বাণিজ্যমেলায় যাতায়াত করা যায়। সেখানেও অলস সময় পার করছেন টিকেট বিক্রেতারা। একই চিত্র দেখা গেলো মেলায় প্রবেশের টিকেট কাউন্টারে। ব্যবসায়ীরা জানান, এবারের মেলায় গতবারের চেয়েও বেচাকেনা কম হয়েছে। গত বছর জাতীয় নির্বাচন হওয়ায় দেরিতে শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে সেবার যত বেচাকেনা হয়েছিল এবার তার চেয়ে তুলনামূলক কম হয়েছে। তাই ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় কিছুটা বাড়ানোর অনুরোধ করেছেন। তবে মেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের মেলা বর্ধিত করার সুযোগ নেই। যথা সময়ে মেলা শেষ হবে। এ বিষয়ে ইপিবির সচিব বিবেক সরকার জাগো নিউজকে বলেন, এবারের বাণিজ্যমেলা যথাসময়ে শেষ হবে। বর্ধিত করার সুযোগ নেই। বাঙ্গালী শাল স্টলের বিক্রয়কর্মী আবির আহমেদ বলেন, মেলার হলের ভিতরে কয়েকটি স্টল এখনও বুকিং হয়নি। হয়তো ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এখানে যতদিন মেলা হবে ততদিন জমজমাট হবেনা। কারণ, ছোট ব্যবসায়ীরা যদি কিছু লাভ করতে না পারে তাহলে তারা পরেরবার আসার আগ্রহ পাবেনা। মো. মেহরাজ ভাট নামে একজন পাকিস্তানি বিক্রেতা বলেন, এবারের মেলায় বিদেশি বিক্রেতা কম। সামনের আরও কম হবে কারণ আমরা চালানই উঠাতে পারছি না। আমার স্টলের মোট খরচ ১২ লাখ টাকা। কিন্তু আমরা এখনও চালানই উঠাতে পারিনি। আমার মতো অনেক ব্যবসায়ী আছেন। যদি মেলা কিছুদিন বর্ধিত করা হয় তাহলে হয়তো আমরা কিছুটা লাভ করতে পারবো। এদিকে ক্রেতারা বলছেন, এবারের বাণিজ্য মেলায় আগের মত আমেজ নেই। জুনায়েদ হোসেন নামে এক দর্শনার্থী বলেন, আমি ভেবেছিলাম এবারের মেলা সবচেয়ে ভিন্ন হবে। তবে এসে আমি অনেকটা অবাক হয়েছি। আগারগাঁওয়ে যখন মেলা হতো তখন অনেক বেশি বিদেশি স্টল থাকতো। সেখানে নানা দেশের ভিন্ন ভিন্ন পণ্যের দেখা পাওয়া যেত যার সিকিভাগও এবার দেখতে পেলাম না। আরেকজন ক্রেতা জানান, সব জিনিসের দাম বেশি। আবার বেশির ভাগই ফিক্সড প্রাইসের দোকান। দামাদামি না করতে পারলে কিভাবে কিনবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ